হোম > সারা দেশ > ঢাকা

মগবাজারের বিস্ফোরণস্থল থেকে বের হচ্ছে গ্যাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মগবাজারের ওয়ারলেস মোড়ে অবস্থিত আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবন থেকে গ্যাস বের হচ্ছে। এই ভবনে গত রোববার বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে কাজ করছে। তিতাসের লাইন থেকেই গ্যাস বের হচ্ছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে তিতাস ফায়ার সার্ভিসকে বরাবরের মতো জানিয়েছে, তাদের কোনো গ্যাসলাইন সেখানে নেই।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের স্টেশন অফিসার ইউনুস আলী আজকের পত্রিকাকে বলেন, মাটির নিচ থেকে গ্যাস উঠেছে। তিতাস গ্যাস বলছে, তাদের গ্যাসের লাইন সেখানে নেই। কিন্তু ভেতর থেকে তো একটি লাইন ওপরে ওঠানো আছে। সেই লাইনের চাবির একটি অংশ ভাঙা রয়েছে। সেই লাইনের ১২ হাত দূরত্বে গ্যাস উঠছে। বেলা একটা পর্যন্ত গ্যাস বের হওয়া বন্ধ হয়নি। আমরা জায়গাটা পরিষ্কার করে নিরাপদ দূরত্ব পর্যন্ত সিল করে দিয়েছি।’

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘আজ রোববার সকাল সাড়ে ৯টায় ভবনটির পুলিশ ফোন করে জানায়, গ্যাস বের হচ্ছে এবং ধোঁয়ার মতো কিছু দেখা যাচ্ছে। ভবনে কিছুদিন আগে বিস্ফোরণে প্রাণহানির ঘটনা আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’

বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শনিবার রমনা থানা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিটে হস্তান্তর করা হয়।

 মগবাজারে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট