হোম > সারা দেশ > ঢাকা

মহামারির দুই বছর পর হজ ফ্লাইট শুরু

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

করোনা মহামারির দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশে হজ ফ্লাইট শুরু হয়েছে। ৪১০ জন হজ যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইট ঢাকা ছেড়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ রোববার সকাল ৯টার দিকে প্রথম হজ ফ্লাইটটি ঢাকা ছাড়ে। 

এ সময় আনুষ্ঠানিক উদ্বোধন করতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী মাহাবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় তাঁরা হজযাত্রীদের খোঁজ খবর নেন তাঁরা।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে এবার সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরুর আগে হজযাত্রীদের ইমিগ্রেশন হয়েছে হজক্যাম্পে। আর সৌদি আরব অংশের ইমিগ্রেশন ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 

পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীরা নির্ধারিত সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে আসন গ্রহণ করেন। এরপর এয়ারক্রাফটের ভেতরে সবার কল্যাণ কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়। 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম জানান, আশকোনার হজ ক্যাম্প থেকে ভোর ৫টার দিকে কয়েকটি বাসে করে হজ যাত্রীদের বিমানবন্দরে নিয়ে আসা হয়। পরে সকাল ৯টার দিকে হজ যাত্রী বহনকারী বিমান সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায়। 

উল্লেখ্য, এবার সারা বিশ্বের ১০ লাখ মানুষ হজ পালনের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ থেকে এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পালনের সুযোগ পাবেন। 

চাঁদ দেখা গেলে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। করোনা মহামারির কারণে গত ২ বছর বাংলাদেশ থেকে কেউ হজে অংশ নিতে পারেননি। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট