রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রাহকের বই ডেলিভারি দিতে গিয়ে নিখোঁজ ‘মোল্লার বই ডটকমের’ পরিচালক মাহমুদুল হাছান (২৮) আট দিন পর বাসায় ফিরেছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তিনি বাসায় ফেরেন। তবে এত দিন কোথায় ছিলেন এবং কারা তাকে তুলে নিয়েছিল—এ নিয়ে কোনো কথাই বলেননি তিনি।
আজ বুধবার সকালে মাহমুদুল হাছানের আপন ছোট ভাই আহমদ জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
আহমদ জাফর আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ২টার দিকে তিনি বাসায় ফিরে এসেছেন। তবে তিনি কোথায় ছিলেন এবং কারা তাঁকে নিয়ে গিয়েছিল, সে বিষয়ে এখনো কিছু বলেননি। এখন তিনি ঘুমাচ্ছেন।’
গত ১০ জানুয়ারি (মঙ্গলবার) রাত ৯টার দিকে যাত্রাবাড়ী থানার কুতুবপুর এলাকার বড় মাদ্রাসা মার্কেট থেকে নিখোঁজ হন। এর আগে পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছিল–তিনি গ্রাহকের কিছু বই সরবরাহ করে বাসায় ফিরবেন। কিন্তু ওই রাতে আর ফিরে আসেননি।
এরপর পরিবার বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে অবশেষে যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেই জিডির সূত্র ধরে সেদিন থেকে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে আট দিন পর তিনি বাসায় ফিরলেন।