গ্রামীণ টেলিকমের তহবিল থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসানসহ চারজনকে জামিন দেওয়া হয়েছে। আজ ঢাকার সিনিয়র বিশেষ জজ ও মহানগর দায়রা জজ আস-সামছ জগলুল হোসেন তাদের জামিন দেন।
জামিন পাওয়া অপর দুই আসামি হলেন—গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মো. মাইনুল ইসলাম ও দপ্তর সম্পাদক কামরুল ইসলাম।
সকালে তারা আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন দেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি মোশারফ হোসেন কাজল।
এর আগে ৩ মার্চ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ৮ জনকে জামিন দেওয়া হয় এই মামলায়। গত ৫ মার্চ এই মামলার আসামি অ্যাডভোকেট মো. ইউসুফ আলী ও অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফকে জামিন দেওয়া হয়। অভিযোগ পত্র ভুক্ত ১৪ আসামির মধ্যে সবাই জামিন পেলেন।
গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে এই মামলা হয়। আসামিদের বিরুদ্ধে তহবিল থেকে ২৫ কোটি ২২ লাখ ছয় হাজার ৭৮০ টাকা লোপাটের অভিযোগ আনা হয়েছে।
এই মামলায় দুদক ১৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে গত ৩০ জানুয়ারি।