হোম > সারা দেশ > গাজীপুর

ইয়াবা কারবারির কাছে মিলল ২ বছর আগে নিখোঁজ ব্যক্তির মরদেহের সন্ধান

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ইয়াবা কারবারিকে গ্রেপ্তারের পর আরও কারা সম্পৃক্ত রয়েছে জানতে আসামিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এর একপর্যায়ে ২ বছর আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তির কথা জানায় ওই আসামি এবং তাঁকে হত্যা করে কোথায় পুতে রাখা হয়েছে সেটিও জানিয়েছেন। পরে আসামির দেওয়া তথ্য অনুযায়ী আজ সোমবার বিকেল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে দু বছর আগে নিখোঁজ ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে। 

ঘটনাটি গাজীপুর মহানগরীর বাসন থানার আওতাধীন নান্দন কড্ডা এলাকার। সেখানে ২০২০ সালের ৩০ ডিসেম্বর খুন হন জামালপুর জেলার বকশীগঞ্জ থানার পলাশতলা গ্রামের নুরু বক্তারের ছেলে মো. মিনারুল (৪১)। মাদক কারবারের টাকার ভাগ বাঁটোয়ারা নিয়ে সহযোগীদের হাতে খুন হন মিনারুল। এ তথ্য জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেন। 

পুলিশ কমিশনার জানান, পরিবার নিয়ে গাজীপুরের কড্ডা এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন মিনারুল। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মিনারুলের নামে জিএমপির বিভিন্ন থানায় ৭টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। ২০২০ সালের ৩০ ডিসেম্বর তিনি নিখোঁজ হন। পরে তাঁর স্ত্রী মৌসুমি ২০২১ সালের ৯ জানুয়ারি জিএমপির কোনাবাড়ী থানায় নিখোঁজ জিডি করেন এবং এরপরে র‍্যাবের কাছে অভিযোগ করেন। কিন্তু মিনারুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। 

পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেন বলেন, গত ২২ অক্টোবর ২ হাজার ৭০০ ইয়াবা বড়িসহ মো. আলম হোসেনসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলম ৯টি মাদক মামলার আসামি। মাদক ব্যবসার সঙ্গে আরও কারা জড়িত, এ মাদক কোথা থেকে, কীভাবে আনা হয় এসব জানার জন্য তাঁকে আদালতের মাধ্যমে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে জানায়, নান্দন কড্ডা এলাকার হালিমের বাড়ির ভাড়া করা একটি কক্ষে মাদক কারবারের টাকা ভাগাভাগি ও মিনারুলের বড় ভাই মিজান হত্যার মামলা তুলে নেওয়ার জন্য মিনারুলকে চাপ দেওয়া হয়। এ নিয়ে মিনারুলের সঙ্গে আসামি আলমসহ আরও ৪–৫ জনের হাতাহাতি ও কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে আলমসহ তাঁর সহযোগীরা মিনারুলকে লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে। পরে মরদেহ ওই বাড়ি থেকে একটু সামনে মাটিতে পুঁতে ফেলে। এ ঘটনা ঘটে ২০২০ সালের ৩০ ডিসেম্বর আনুমানিক রাত ৮টার দিকে। 

কঙ্কাল উদ্ধারের সময় জিএমপির উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. সামছুর রহমান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদ, সহকারী পুলিশ কমিশনার বেলাল হোসেন, বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদ বলেন, ‘জিজ্ঞাসাবাদে আসামি আলম প্রাথমিকভাবে ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং জড়িত অন্য আসামিদের পরিচয় প্রকাশ করেছেন। এ ঘটনায় বাসন থানার উপ পুলিশ পরিদর্শক সুরুজ্জামান মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫