হোম > সারা দেশ > মাদারীপুর

৪ গরু, ২ পিকআপসহ ৫ ডাকাত আটক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় চারটি গরুসহ দুটি পিকআপ জব্দ করা হয়। গত বুধবার গভীর রাতে উপজেলার মৌলভীবাজার থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। তিনি জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বজরুশাহ গ্রামের সজিব সরদার (২৮), সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকার বেটুকরপার গ্রামের কামরুল ইসলাম (২৮), পিরোজপুরের মটবাড়ীয়া থানা এলাকার দানিসাপা গ্রামের মিজানুর রহমান (৩২), মানিকগঞ্জের সিংরাইল থানা এলাকার বাজিপাড়া গ্রামের মো. সাকিব (১৬) ও ঢাকার মিরপুর দারুসসালাম এলাকার ইমন (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট গোল চত্বরের পাশে একটি গরুর খামার করেন মুন্সিগঞ্জের রাব্বি ব্যাপারী। রাতে রাব্বির খামারে ডাকাত দল হানা দেয়। পরে ডাকাতেরা খামারে থাকা রাব্বি, আলভী ও রাতুলকে রশি দিয়ে বেঁধে ফেলে রাখে এবং চারটি গরু দুটি পিকআপে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে রাব্বি পুলিশে খবর দেন। ওসি শামীম হোসেন মৌলভীবাজার থেকে তাঁদের আটক করেন।

এ বিষয়ে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন আরও বলেন, ডাকাত দলের ৫ জন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় দুটি পিকআপসহ চারটি গরু উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরুগুলো খামার মালিককে ফেরত দেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ