হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আসাদুজ্জামান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন । খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় নিউমার্কেটের সামনে এ ঘটনা ঘটে । সাভার থানার উপপরিদর্শক মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আসাদুজ্জামান রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হারিয়ারকুঠি গ্রামের আবু বক্করের ছেলে। তবে তিনি কোথায় থাকেন এবং তার পেশা কী তা জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানায়, আজ ভোরে নিউমার্কেটের সামনে ঢাকাগামী একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন আসাদুজ্জামান। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে দাঁড়ায় এবং টাকা ও মোবাইলসহ অন্যান্য মালামাল লুট করে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।

তারা আরও জানান, নিহত আসাদুজ্জামানের পাশে পড়ে থাকা মানিব্যাগ পড়েছিল। ওই মানিব্যাগে তার জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।

সাভার থানার উপপরিদর্শক মাহবুব আলম বলেন, খবর পেয়ে নিহত আসাদুজ্জামানের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার হাতে ও পায়ে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘাতক ছিনতাইকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন