হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আসাদুজ্জামান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন । খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় নিউমার্কেটের সামনে এ ঘটনা ঘটে । সাভার থানার উপপরিদর্শক মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আসাদুজ্জামান রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হারিয়ারকুঠি গ্রামের আবু বক্করের ছেলে। তবে তিনি কোথায় থাকেন এবং তার পেশা কী তা জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানায়, আজ ভোরে নিউমার্কেটের সামনে ঢাকাগামী একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন আসাদুজ্জামান। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে দাঁড়ায় এবং টাকা ও মোবাইলসহ অন্যান্য মালামাল লুট করে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।

তারা আরও জানান, নিহত আসাদুজ্জামানের পাশে পড়ে থাকা মানিব্যাগ পড়েছিল। ওই মানিব্যাগে তার জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।

সাভার থানার উপপরিদর্শক মাহবুব আলম বলেন, খবর পেয়ে নিহত আসাদুজ্জামানের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার হাতে ও পায়ে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘাতক ছিনতাইকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার