হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আসাদুজ্জামান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন । খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় নিউমার্কেটের সামনে এ ঘটনা ঘটে । সাভার থানার উপপরিদর্শক মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আসাদুজ্জামান রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হারিয়ারকুঠি গ্রামের আবু বক্করের ছেলে। তবে তিনি কোথায় থাকেন এবং তার পেশা কী তা জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানায়, আজ ভোরে নিউমার্কেটের সামনে ঢাকাগামী একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন আসাদুজ্জামান। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে দাঁড়ায় এবং টাকা ও মোবাইলসহ অন্যান্য মালামাল লুট করে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।

তারা আরও জানান, নিহত আসাদুজ্জামানের পাশে পড়ে থাকা মানিব্যাগ পড়েছিল। ওই মানিব্যাগে তার জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।

সাভার থানার উপপরিদর্শক মাহবুব আলম বলেন, খবর পেয়ে নিহত আসাদুজ্জামানের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার হাতে ও পায়ে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘাতক ছিনতাইকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু