হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে প্রথম আলোর লাইসেন্স বাতিলের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

জাবি প্রতিনিধি

প্রথম আলোর লাইসেন্স বাতিলের দাবি জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শাখা ছাত্রলীগ। একই সঙ্গে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন তাঁরা।

মানববন্ধনে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেকোনো যৌক্তিক দাবিতে সোচ্চার। ২৬ মার্চ বাঙালির জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। ওই দিন প্রথম আলোতে একটি শিশুকে ১০ টাকার একটি নোট দিয়ে দেশের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালিয়েছে, তার নিন্দা জানাই। সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা এ দেশে ঠাঁই হবে না।’

লিটন আরও বলেন, ‘প্রথম আলো সম্পাদক একসময় আমাদের মহানবী (সা.)কে নিয়েও কটূক্তি করেছিল, তখন আলেমসমাজের কাছে ক্ষমা চাইতে হয়েছিল। ২৬ মার্চের মিথ্যা প্রতিবেদন যেভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, এই ভুলের জন্য জাতির কাছে প্রথম আলো সম্পাদককে ক্ষমা চাইতে হবে।’

শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা দরকার, কিন্তু এই স্বাধীনতা ব্যবহার করে পাকিস্তানি দালালদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রথম আলো পত্রিকায় বলা হতো, পদ্মা সেতু হবে না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেটা করিয়ে দেখিয়েছেন।’

এ সময় প্রথম আলো সম্পাদকের টাকার হিসাব জাতির কাছে প্রকাশ করতে বলেন সোহেল।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন