হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে প্রথম আলোর লাইসেন্স বাতিলের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

জাবি প্রতিনিধি

প্রথম আলোর লাইসেন্স বাতিলের দাবি জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শাখা ছাত্রলীগ। একই সঙ্গে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন তাঁরা।

মানববন্ধনে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেকোনো যৌক্তিক দাবিতে সোচ্চার। ২৬ মার্চ বাঙালির জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। ওই দিন প্রথম আলোতে একটি শিশুকে ১০ টাকার একটি নোট দিয়ে দেশের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালিয়েছে, তার নিন্দা জানাই। সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা এ দেশে ঠাঁই হবে না।’

লিটন আরও বলেন, ‘প্রথম আলো সম্পাদক একসময় আমাদের মহানবী (সা.)কে নিয়েও কটূক্তি করেছিল, তখন আলেমসমাজের কাছে ক্ষমা চাইতে হয়েছিল। ২৬ মার্চের মিথ্যা প্রতিবেদন যেভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, এই ভুলের জন্য জাতির কাছে প্রথম আলো সম্পাদককে ক্ষমা চাইতে হবে।’

শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা দরকার, কিন্তু এই স্বাধীনতা ব্যবহার করে পাকিস্তানি দালালদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রথম আলো পত্রিকায় বলা হতো, পদ্মা সেতু হবে না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেটা করিয়ে দেখিয়েছেন।’

এ সময় প্রথম আলো সম্পাদকের টাকার হিসাব জাতির কাছে প্রকাশ করতে বলেন সোহেল।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু