হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে প্রথম আলোর লাইসেন্স বাতিলের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

জাবি প্রতিনিধি

প্রথম আলোর লাইসেন্স বাতিলের দাবি জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শাখা ছাত্রলীগ। একই সঙ্গে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন তাঁরা।

মানববন্ধনে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেকোনো যৌক্তিক দাবিতে সোচ্চার। ২৬ মার্চ বাঙালির জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। ওই দিন প্রথম আলোতে একটি শিশুকে ১০ টাকার একটি নোট দিয়ে দেশের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালিয়েছে, তার নিন্দা জানাই। সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা এ দেশে ঠাঁই হবে না।’

লিটন আরও বলেন, ‘প্রথম আলো সম্পাদক একসময় আমাদের মহানবী (সা.)কে নিয়েও কটূক্তি করেছিল, তখন আলেমসমাজের কাছে ক্ষমা চাইতে হয়েছিল। ২৬ মার্চের মিথ্যা প্রতিবেদন যেভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, এই ভুলের জন্য জাতির কাছে প্রথম আলো সম্পাদককে ক্ষমা চাইতে হবে।’

শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা দরকার, কিন্তু এই স্বাধীনতা ব্যবহার করে পাকিস্তানি দালালদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রথম আলো পত্রিকায় বলা হতো, পদ্মা সেতু হবে না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেটা করিয়ে দেখিয়েছেন।’

এ সময় প্রথম আলো সম্পাদকের টাকার হিসাব জাতির কাছে প্রকাশ করতে বলেন সোহেল।

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি