১৮ বছর পর নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোরী (১৩) ধর্ষণ মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন আলী হোসেন, আমির হোসেন, ইলিয়াস হোসেন ও ফারুক। তবে মামলার দণ্ডপ্রাপ্ত চার আসামি এখন পর্যন্ত পলাতক রয়েছেন। ঘটনার সময় তাঁদের বয়স ছিল ২০ থেকে ২৩ বছরের মধ্যে।
আদালতে পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০০৫ সালের ৮ জুলাই রাতে ফতুল্লার পিটালীপুল রহমান ডাইংয়ের পাশে ভুক্তভোগী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন আসামিরা। এই ঘটনার দুই দিন পর ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ (মঙ্গলবার) আসামিদের অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।’