হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীর চরাঞ্চলে সংঘর্ষ বন্ধে শান্তি মিটিং 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চলের চরদীঘলদী ইউনিয়নে আধিপত্য নিয়ে যুগযুগ ধরে চলা সংঘর্ষ বন্ধে শান্তি মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দিনব্যাপী চরদীঘলদী ইউনিয়নের বালুর মাঠে দুই গ্রুপের অনুসারীরা আনুষ্ঠানিকভাবে এই শান্তি মিটিংয়ে অংশ নেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার করা নিয়ে চরদীঘলদী এলাকায় দেড় শ বছর ধরে দফায় দফায় টেঁটাযুদ্ধ চলে আসছে। যুগ যুগ ধরে বিবদমান দুই গ্রুপের অনুসারীদের মধ্যে চলা এসব সংঘর্ষে টেঁটাসহ আগ্নেয়াস্ত্রের ব্যবহারও হয়ে আসছে। এসব মারামারি, হানাহানি ও বর্বর টেঁটাযুদ্ধে ঘটছে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি। পক্ষে-বিপক্ষে মামলা-হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে আসছে এলাকাবাসী।

এসব সংঘর্ষ বন্ধ করে এলাকায় শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হয় বিবদমান দুই গ্রুপের অনুসারীরা। এ উপলক্ষে দুই গ্রুপের অনুসারীসহ এলাকার কয়েক হাজার লোকজনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয় শান্তি মিটিং। এতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান, গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘শান্তি প্রতিষ্ঠায় ওই মিটিংয়ে প্রধান দুটি গ্রুপের লোকজন আর সংঘাতে জড়াবেন না বলে অঙ্গীকার করেছেন। আগামী দুই দিনের মধ্যে তারা সব টেঁটা ও অন্যান্য দেশীয় অস্ত্র মাধবদী থানাধীন চরদীঘলদী পুলিশ ক্যাম্পে জমা দিবেন মর্মে প্রতিজ্ঞা করেন।’
 
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার বলেন, ‘সভায় দুই পক্ষের লোকজনই ভবিষ্যতে আর কখনো টেঁটাযুদ্ধ করবে না বলে সকলের সম্মুখে শপথ গ্রহণ করেছেন। বিবদমান গ্রুপের লোকজন স্বপ্রণোদিত হয়ে শান্তি প্রতিষ্ঠায় শান্তি মিটিংয়ে অংশগ্রহণ করেছেন—এটি এলাকার জন্য সুখকর ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে মনে করি।’

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ