হোম > সারা দেশ > ঢাকা

ছাত্র নামের দুষ্কৃতকারীরা বর্বরোচিত হামলা চালিয়েছে, সাইনবোর্ড খুলে নিয়েছে: সিটি কলেজের অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা সিটি কলেজের সামনে ছাত্রদের ভিড়। ছবি: আজকের পত্রিকা।

কিছু ছাত্র নামের দুষ্কৃতকারী ঢাকা সিটি কলেজের স্থাপনায় বর্বরোচিত হামলা করেছে বলে বিচার চেয়েছেন ‎কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোবারক হোসেন। তিনি বলেন, ‘সিটি কলেজের স্থাপনায় হামলা করল, আমাদের সাইনবোর্ডগুলো খুলে নিল। আমরা দেশবাসীর কাছে এই বর্বরোচিত হামলার বিচার চাই। আমরা এই হামলার নিন্দা জানাই।’

আজ ‎মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে দুই কলেজের সংঘর্ষ থামার পর ঢাকা সিটি কলেজের সামনে এ কথা বলেন তিনি।

দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ছবি: আজকের পত্রিকা

‎মোবারক হোসেন বলেন, ‘গতকাল একটি বিচ্ছিন্ন ঘটনায় ঢাকা কলেজের একজন ছাত্র আহত হয়েছে। তাকে কে বা কারা আক্রমণ করেছে আমরা জানি না। সংবাদ পাওয়ার পর আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এই শঙ্কায় আমরা ঢাকা কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তাঁরাও বলেছেন, তাঁদের শিক্ষার্থীরা কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হবে না, গন্ডগোল করবে না। আমরাও আমাদের ছাত্ররা যাতে কোনো ধরনের গন্ডগোলে লিপ্ত না হতে পারে, আমরা সকাল থেকে শিক্ষকদের বিভিন্ন ধরনের গ্রুপ করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছি।’

‎সিটি কলেজের অধ্যক্ষ বলেন, ‘আমরা হঠাৎ করে ১১টার দিকে দেখলাম, কিছু ছাত্র নামের দুষ্কৃতকারী ঢাকা সিটি কলেজের স্থাপনায় হামলা করল, বর্বরোচিত হামলা। আমাদের সাইনবোর্ডগুলো খুলে নিল। আমরা দেশবাসীর কাছে এই বর্বরোচিত হামলার বিচার চাই। আমরা এই হামলার নিন্দা জানাই।’ ‎

এই অবস্থায় কলেজ বন্ধ থাকবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

‎তবে এর আগে বেলা সোয়া ৩টার দিকে অধ্যক্ষ মোবারক হোসেন কলেজের মাইকে দুই দিনের ছুটি ঘোষণা করলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানান।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট