হোম > সারা দেশ > ঢাকা

ছাত্র নামের দুষ্কৃতকারীরা বর্বরোচিত হামলা চালিয়েছে, সাইনবোর্ড খুলে নিয়েছে: সিটি কলেজের অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা সিটি কলেজের সামনে ছাত্রদের ভিড়। ছবি: আজকের পত্রিকা।

কিছু ছাত্র নামের দুষ্কৃতকারী ঢাকা সিটি কলেজের স্থাপনায় বর্বরোচিত হামলা করেছে বলে বিচার চেয়েছেন ‎কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোবারক হোসেন। তিনি বলেন, ‘সিটি কলেজের স্থাপনায় হামলা করল, আমাদের সাইনবোর্ডগুলো খুলে নিল। আমরা দেশবাসীর কাছে এই বর্বরোচিত হামলার বিচার চাই। আমরা এই হামলার নিন্দা জানাই।’

আজ ‎মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে দুই কলেজের সংঘর্ষ থামার পর ঢাকা সিটি কলেজের সামনে এ কথা বলেন তিনি।

দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ছবি: আজকের পত্রিকা

‎মোবারক হোসেন বলেন, ‘গতকাল একটি বিচ্ছিন্ন ঘটনায় ঢাকা কলেজের একজন ছাত্র আহত হয়েছে। তাকে কে বা কারা আক্রমণ করেছে আমরা জানি না। সংবাদ পাওয়ার পর আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এই শঙ্কায় আমরা ঢাকা কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তাঁরাও বলেছেন, তাঁদের শিক্ষার্থীরা কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হবে না, গন্ডগোল করবে না। আমরাও আমাদের ছাত্ররা যাতে কোনো ধরনের গন্ডগোলে লিপ্ত না হতে পারে, আমরা সকাল থেকে শিক্ষকদের বিভিন্ন ধরনের গ্রুপ করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছি।’

‎সিটি কলেজের অধ্যক্ষ বলেন, ‘আমরা হঠাৎ করে ১১টার দিকে দেখলাম, কিছু ছাত্র নামের দুষ্কৃতকারী ঢাকা সিটি কলেজের স্থাপনায় হামলা করল, বর্বরোচিত হামলা। আমাদের সাইনবোর্ডগুলো খুলে নিল। আমরা দেশবাসীর কাছে এই বর্বরোচিত হামলার বিচার চাই। আমরা এই হামলার নিন্দা জানাই।’ ‎

এই অবস্থায় কলেজ বন্ধ থাকবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

‎তবে এর আগে বেলা সোয়া ৩টার দিকে অধ্যক্ষ মোবারক হোসেন কলেজের মাইকে দুই দিনের ছুটি ঘোষণা করলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানান।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫