হোম > সারা দেশ > ঢাকা

‎নবাবগঞ্জে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

‎ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পিকআপ ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ ‎শুক্রবার সকালে উপজেলার টিকরপুর এলাকার নির্মাণাধীন আইটি পার্কের সামনের আঞ্চলিক প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতদের মধ্যে একজন হলেন অটোরিকশার যাত্রী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ঢালেরপাড় গ্রামের লিয়াজ উদ্দিনের ছেলে সামছু খান (৩০)। অপরজনের পরিচয় জানা যায়নি।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, সকালে রাজধানীর মোহাম্মদপুর থেকে অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে চালক দোহারে আসছিলেন। পথে অটোরিকশাটি ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

‎দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানচালক পিকআপ নিয়ে ও অটোরিকশাচালক পালিয়ে গেছেন। এ ছাড়া নিহত অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

‎এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী