হোম > সারা দেশ > মাদারীপুর

‘বিএনপি দেশের গণতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে নীলনকশা করছে’

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

‘বিএনপি দেশের গণতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে নীলনকশা করছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী। গতকাল শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

চিফ হুইপ বলেন, ‘নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনের যেমন দায়িত্ব আছে, তেমনি রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে। যদি সব দল নির্বাচনে অংশ নেয়, তবে অবশ্যই নির্বাচন সুষ্ঠু ও প্রতিযোগিতাপূর্ণ হবে। বিএনপি নির্বাচন সিস্টেমটা নষ্ট করতে চাইছে। এ জন্যই তারা বারবার নির্বাচন বয়কট করছে।’  

নূর ই আলম চৌধুরী বলেন, ‘আমার মনে হয় বিএনপির কোনো নীলনকশা আছে। বঙ্গবন্ধুকে হত্যার পর যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, সেই আলোকেই তারা একটা নীলনকশা করেছে। সেই আলোকেই তারা চাইছে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া যাতে প্রশ্নবিদ্ধ করা যায়। আগামী নির্বাচনে তারা ষড়যন্ত্রের নতুন কোনো পথ খুঁজছে।’ 

এদিন চিফ হুইপ উপজেলার কাদিরপুর আমেনিয়া আমজাদিয়া সিনিয়র মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তরসহ আরও তিনটি প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করেন। 

এ ছাড়া তিনি শিবচর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মরহুম কাদির উকিলের কবর জিয়ারত করেন। এ ছাড়া অসুস্থ আওয়ামী লীগ নেতা মোতাহার খানের বাসায় তাঁকে দেখতে যান। 

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট