হার্টের সমস্যা নিয়ে মিডফোর্ডে ভর্তি মা। চিকিৎসার টাকা জোগারের জন্য ঢাকায় রিকশা চালান ছেলে মেহেদী হাসান শামীম। এই রিকশাই তাঁর পরিবারের একমাত্র আয়ের মাধ্যম।
গত সোমবার প্রতারকদের খপ্পরে পড়ে কারওয়ান বাজার থেকে রিকশাটি হারান মেহেদী। উপার্জনহীন অবস্থায় বন্ধ হয়ে যায় মায়ের চিকিৎসা। অর্থাভাবে পরিবারের সবাইকে নিয়ে পড়েন অকুল পাথারে। এমন অবস্থায় টিম ‘অপারেশন সুন্দরবন’ মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের সনি সিনেমা হলে ‘অপারেশন সুন্দরবন’ টিম এবং র্যাবের পক্ষ থেকে মেহেদী হাসান শামীমকে একটি রিকশা উপহার দেওয়া হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন— র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের পরিচালক দীপংকর দীপন, অভিনেতা জিয়াউল রোশান ও অন্যান্য অভিনেতা ও কলাকুশলীরা।
চুরি যাওয়া রিকশা উদ্ধারে ও জড়িতদের ধরতে র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে জানানো হয়েছে।