হোম > সারা দেশ > ঢাকা

ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস বাংলাদেশ বিভাগের সমাবর্তন অনুষ্ঠিত 

আধুনিক ও দক্ষ চিকিৎসা দেওয়ার প্রত্যয় নিয়ে গতকাল সোমবার ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস বাংলাদেশ বিভাগের আয়োজনে ঢাকার ঐতিহ্যবাহী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সমাবর্তন অনুষ্ঠান ও বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া। সার্বিক পরিচালনা করেন প্রফেসর ডা. সৌমিত্র সরকার।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘ভালো ডাক্তার হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হবে। কেউ ইচ্ছা করে ভুল করে না, চিকিৎসকদের মানবিক ও সতর্ক হয়ে চিকিৎসা দিতে হবে।’

বৈজ্ঞানিক সেমিনারের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশের নামকরা চিকিৎসকেরা অত্যাধুনিক অস্ত্রোপচারের কৌশল এবং চিকিৎসাক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনবিষয়ক তথ্য উপস্থাপন করেন। সায়েন্টিফিক সেমিনারে বক্তব্য রাখেন ডা. মো. মাহবুব আলম, ডা. মো. নাজমুল হক মাসুম, প্রফেসর মো. ফাজাল নাসের, প্রফেসর ডা. সালমা রউফ, প্রফেসর ডা. মো. শফিকুল ইসলাম এবং প্রফেসর মো. শাহ-আলম।

সায়েন্টিফিক সেমিনারের পর অত্যাধুনিক অস্ত্রোপচারের ও চিকিৎসা নিয়ে সম্মানিত আইসিএস বাংলাদেশ প্যানেলিস্টদের গভীরভাবে বিশ্লেষণ ও আলোচনা করেন। প্যানেলিস্ট হিসেবে ছিলেন প্রফেসর মো. সানোয়ার হোসেন, প্রফেসর মো. আফজাল হোসেন, প্রফেসর মেজর ডা. লাইলা আঞ্জুমান বানু, প্রফেসর এ কে এম আনোয়ারুল ইসলাম, প্রফেসর ডা. আসরাফুল ইসলাম এবং প্রফেসর ডা. সারদার এ নাইম।

এ ছাড়া কনভোকেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ডা. এ বি ম খুরশিদ আলম, প্রফেসর ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রফেসর ডা. মো মজিবর রহমান। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস বাংলাদেশ সেকশনের নতুন ফেলোদের কনভেনশন ও সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির