হোম > সারা দেশ > ঢাকা

ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস বাংলাদেশ বিভাগের সমাবর্তন অনুষ্ঠিত 

আধুনিক ও দক্ষ চিকিৎসা দেওয়ার প্রত্যয় নিয়ে গতকাল সোমবার ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস বাংলাদেশ বিভাগের আয়োজনে ঢাকার ঐতিহ্যবাহী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সমাবর্তন অনুষ্ঠান ও বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া। সার্বিক পরিচালনা করেন প্রফেসর ডা. সৌমিত্র সরকার।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘ভালো ডাক্তার হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হবে। কেউ ইচ্ছা করে ভুল করে না, চিকিৎসকদের মানবিক ও সতর্ক হয়ে চিকিৎসা দিতে হবে।’

বৈজ্ঞানিক সেমিনারের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশের নামকরা চিকিৎসকেরা অত্যাধুনিক অস্ত্রোপচারের কৌশল এবং চিকিৎসাক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনবিষয়ক তথ্য উপস্থাপন করেন। সায়েন্টিফিক সেমিনারে বক্তব্য রাখেন ডা. মো. মাহবুব আলম, ডা. মো. নাজমুল হক মাসুম, প্রফেসর মো. ফাজাল নাসের, প্রফেসর ডা. সালমা রউফ, প্রফেসর ডা. মো. শফিকুল ইসলাম এবং প্রফেসর মো. শাহ-আলম।

সায়েন্টিফিক সেমিনারের পর অত্যাধুনিক অস্ত্রোপচারের ও চিকিৎসা নিয়ে সম্মানিত আইসিএস বাংলাদেশ প্যানেলিস্টদের গভীরভাবে বিশ্লেষণ ও আলোচনা করেন। প্যানেলিস্ট হিসেবে ছিলেন প্রফেসর মো. সানোয়ার হোসেন, প্রফেসর মো. আফজাল হোসেন, প্রফেসর মেজর ডা. লাইলা আঞ্জুমান বানু, প্রফেসর এ কে এম আনোয়ারুল ইসলাম, প্রফেসর ডা. আসরাফুল ইসলাম এবং প্রফেসর ডা. সারদার এ নাইম।

এ ছাড়া কনভোকেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ডা. এ বি ম খুরশিদ আলম, প্রফেসর ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রফেসর ডা. মো মজিবর রহমান। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস বাংলাদেশ সেকশনের নতুন ফেলোদের কনভেনশন ও সার্টিফিকেট প্রদান করা হয়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট