হোম > সারা দেশ > ঢাকা

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিনসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে এসব তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার দুই মেয়াদের সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ (৭০), গলাচিপা উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু (৪৬), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহসভাপতি মো. আব্দুস সালাম (৫৭), দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক মো. নাসির আহমেদ (৬০), ঢাকা দক্ষিণ ২৪ নম্বর ওয়ার্ড লালবাগ থানা আওয়ামী লীগের সাবেক কমিটির প্রচার সম্পাদক মো. নুরুল হক (৬২), মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প বাজার ইউনিট আওয়ামী লীগের সেক্রেটারি মো. সাঈদ ওরফে মাছুয়া সাঈদ (৫৪), আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের সক্রিয় সদস্য মো. মেশকাত হোসেন বাক্কা (৩৬)।

ডিবি সূত্রে জানা যায়, আজ সকালে শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে নাছির উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এর আগে গতকাল রাতে রাজধানীর লালবাগ থেকে মো. নুরুল হক, পল্লবী এলাকা থেকে মো. নাসির আহমেদ, ওয়ারী এলাকা থেকে মো. সাঈদ ওরফে মাছুয়া সাঈদ, মিরপুর পীরেরবাগ থেকে ওয়ানা মারজিয়া নিতু, উত্তরা থেকে মো. আব্দুস সালামকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের সক্রিয় সদস্য মো. মেশকাত হোসেন বাক্কাকে গ্রেপ্তার করেছে সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গতকাল রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন নোবেল কেয়ার হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি জানায়, মেশকাত আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের গুরুত্বপূর্ণ সদস্য এবং নওগাঁ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। তাঁর বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাঁরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন বলে জানায় পুলিশ।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট