হোম > সারা দেশ > ঢাকা

ডিএমপির ৯ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে বদলির বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ। গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির বিষয়ে জানানো হয়। 

বদলির আদেশে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অধ্যাদেশ অনুযায়ী সরকার কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক দায়িত্ব পালন, মামলা তদন্ত, অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং অপারেশনাল প্রয়োজনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগকে উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করা হয়েছে। 

বদলি আদেশে আরও বলা হয়েছে—ডিএমপির গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার ফজলুর রহমান, মো. জুনায়েদ আলম সরকার, মহিদুল ইসলাম, মনিরুল ইসলাম, আশরাফউল্লাহ এবং মো. নাজমুল হককে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উত্তরে বদলি করা হয়েছে। সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার (এডিসি) মাহমুদুল হাসানকে দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সহকারী কমিশনার জুয়েল রানা ও মো. তারেক সেকান্দারকে দক্ষিণে বদলি করা হয়েছে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট