হোম > সারা দেশ > টাঙ্গাইল

শতভাগ বিদ্যুতায়ন হলেও কমেনি ভোগান্তি

প্রতিনিধি, ভূঞাপুর (টাঙ্গাইল)

শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন উপজেলা ভূঞাপুর। ২০১৭ সালের ১ মার্চ এ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। তবে ৪ বছরের অধিক সময় পার হয়ে গেলেও এর সুফল পাচ্ছে না গ্রাহকেরা। দিন যতই গড়াচ্ছে গ্রাহক ভোগান্তির মাত্রা ততই বৃদ্ধি পাচ্ছে। ডালপালা কাটা, লাইন সংস্কারসহ নানা অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতের লাইন বন্ধ রাখা হচ্ছে।

শুধু তাই নয়, প্রত্যেক শনিবার আসলে শনিরদশা ভর করে গ্রাহকদের ওপর। যমুনা ফিডারে প্রত্যেক বুধবার সারা দিন বন্ধ থাকে বিদ্যুৎ। এ ছাড়া আকাশে মেঘ আর সামান্য বৃষ্টিতে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। এর কারণ হিসেবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছাচারিতাকে দায়ী করছেন গ্রাহকেরা।

গ্রাহকেরা অভিযোগ করে বলেন, কিছু অসাধু ব্যক্তির কারণে শতভাগ বিদ্যুতায়িত ভূঞাপুর উপজেলায় সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। বিলেও রয়েছে নানা গরমিল।

মাসুদ রেজা নামে এক গ্রাহক বলেন, এক মাস আগে সারা রাত বিদ্যুৎ না থাকায় আমার ফার্মের ৫০টি ব্রয়লার মুরগি মারা গেছে। বিদ্যুৎ ভোগান্তির সমাধান কি কখনো হবে না?

জসিম উদ্দীন নামে অপর এক গ্রাহক বলেন, শতভাগ বিদ্যুতায়নের কথা অফিস মনে হয় ভুলেই গেছে। যার কারণেই এমন সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, আকাশে মেঘ আর হালকা বৃষ্টি হলেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকে। অফিসে ফোন দিলেই বলে, লাইনের ওপরে ডাল পড়ছে। তাই বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে।

এ বিষয়ে ভূঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান ভূঁইয়া বলেন, আজ বৃহস্পতিবার মাত্র দুইবার বিদ্যুৎ লাইন বন্ধ হয়েছে। আর গতকাল বুধবার লাইনে সমস্যা থাকার কারণে বিদ্যুৎ বন্ধ ছিল।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫