হোম > সারা দেশ > টাঙ্গাইল

শতভাগ বিদ্যুতায়ন হলেও কমেনি ভোগান্তি

প্রতিনিধি, ভূঞাপুর (টাঙ্গাইল)

শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন উপজেলা ভূঞাপুর। ২০১৭ সালের ১ মার্চ এ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। তবে ৪ বছরের অধিক সময় পার হয়ে গেলেও এর সুফল পাচ্ছে না গ্রাহকেরা। দিন যতই গড়াচ্ছে গ্রাহক ভোগান্তির মাত্রা ততই বৃদ্ধি পাচ্ছে। ডালপালা কাটা, লাইন সংস্কারসহ নানা অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতের লাইন বন্ধ রাখা হচ্ছে।

শুধু তাই নয়, প্রত্যেক শনিবার আসলে শনিরদশা ভর করে গ্রাহকদের ওপর। যমুনা ফিডারে প্রত্যেক বুধবার সারা দিন বন্ধ থাকে বিদ্যুৎ। এ ছাড়া আকাশে মেঘ আর সামান্য বৃষ্টিতে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। এর কারণ হিসেবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছাচারিতাকে দায়ী করছেন গ্রাহকেরা।

গ্রাহকেরা অভিযোগ করে বলেন, কিছু অসাধু ব্যক্তির কারণে শতভাগ বিদ্যুতায়িত ভূঞাপুর উপজেলায় সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। বিলেও রয়েছে নানা গরমিল।

মাসুদ রেজা নামে এক গ্রাহক বলেন, এক মাস আগে সারা রাত বিদ্যুৎ না থাকায় আমার ফার্মের ৫০টি ব্রয়লার মুরগি মারা গেছে। বিদ্যুৎ ভোগান্তির সমাধান কি কখনো হবে না?

জসিম উদ্দীন নামে অপর এক গ্রাহক বলেন, শতভাগ বিদ্যুতায়নের কথা অফিস মনে হয় ভুলেই গেছে। যার কারণেই এমন সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, আকাশে মেঘ আর হালকা বৃষ্টি হলেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকে। অফিসে ফোন দিলেই বলে, লাইনের ওপরে ডাল পড়ছে। তাই বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে।

এ বিষয়ে ভূঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান ভূঁইয়া বলেন, আজ বৃহস্পতিবার মাত্র দুইবার বিদ্যুৎ লাইন বন্ধ হয়েছে। আর গতকাল বুধবার লাইনে সমস্যা থাকার কারণে বিদ্যুৎ বন্ধ ছিল।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট