হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল ৩ ঘণ্টা বন্ধ

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় অটোরিকশা চালকদের লাঠিপেটা করে পুলিশ ও স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর স্টেশনমাস্টার আনোয়ার হোসেন। তিনি জানান, খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনসহ চারটি ট্রেন কমলাপুরের শহরতলি স্টেশনে আটকে ছিল। তবে এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে জুরাইন রেলগেট অবরোধ করে আন্দোলন করেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। এ সময় তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়।

জুরাইন রেলগেট এলাকায় অটোরিকশা চালকদের অবরোধ। ছবি: আজকের পত্রিকা

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে নারায়ণগঞ্জ কমিউটার নামে একটি ট্রেন আটকা পড়ে। এ ছাড়া নকশিকাঁথা কমিউটার ট্রেন ঢাকা ছাড়তে পারেনি। এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মাওয়া-পদ্মা সেতু রেল চলাচল বন্ধ ছিল।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, যেকোনো বিশৃঙ্খলা এড়াতে পুলিশ প্রস্তুত আছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু