হোম > সারা দেশ > ঢাকা

নগরবাসীর অংশগ্রহণে ঢাকা উত্তরে ডেঙ্গু রোগী কম: ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নগরীর সুস্থ পরিবেশ নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় নগরবাসীর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। আর এই আন্দোলনের ফলেই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। এ দাবি করেছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম। 

আজ বুধবার দুপুরে নগর ভবনে ডিএনসিসি’র বিভিন্ন এলাকার খোঁজ-খবর নিতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এবং ‘তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন’এই স্লোগান বাস্তবায়নের মাধ্যমে চলমান সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান তিনি। 

এই দিন এডিসের বিরুদ্ধে ডিএনসিসির চলমান অভিযানে ১২টি মামলায় পাঁচ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এডিসের লার্ভা পাওয়ায় গুলশানের কনকর্ড আইকে টাওয়ারকে ৪ লাখ এবং এইচএসবিসি ব্যাংককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ২ নম্বর অঞ্চলে ৬টি মামলায় ৩৯ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলের ইন্দিরা রোড ও পূর্ব রাজাবাজার এলাকায় ২টি মামলায় ৩০ হাজার টাকা এবং ১০ নম্বর অঞ্চলে ২টি মামলায় আরও ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চলমান অভিযান প্রসঙ্গে মেয়র আতিকুল বলেন, ব্যক্তিগত, সরকারি কিংবা বেসরকারি সব স্থাপনায় অভিযান চালানো হচ্ছে। এডিসের লার্ভা পাওয়া গেলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেওয়া হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন