হোম > সারা দেশ > ঢাকা

নগরবাসীর অংশগ্রহণে ঢাকা উত্তরে ডেঙ্গু রোগী কম: ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নগরীর সুস্থ পরিবেশ নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় নগরবাসীর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। আর এই আন্দোলনের ফলেই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। এ দাবি করেছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম। 

আজ বুধবার দুপুরে নগর ভবনে ডিএনসিসি’র বিভিন্ন এলাকার খোঁজ-খবর নিতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এবং ‘তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন’এই স্লোগান বাস্তবায়নের মাধ্যমে চলমান সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান তিনি। 

এই দিন এডিসের বিরুদ্ধে ডিএনসিসির চলমান অভিযানে ১২টি মামলায় পাঁচ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এডিসের লার্ভা পাওয়ায় গুলশানের কনকর্ড আইকে টাওয়ারকে ৪ লাখ এবং এইচএসবিসি ব্যাংককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ২ নম্বর অঞ্চলে ৬টি মামলায় ৩৯ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলের ইন্দিরা রোড ও পূর্ব রাজাবাজার এলাকায় ২টি মামলায় ৩০ হাজার টাকা এবং ১০ নম্বর অঞ্চলে ২টি মামলায় আরও ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চলমান অভিযান প্রসঙ্গে মেয়র আতিকুল বলেন, ব্যক্তিগত, সরকারি কিংবা বেসরকারি সব স্থাপনায় অভিযান চালানো হচ্ছে। এডিসের লার্ভা পাওয়া গেলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেওয়া হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব