হোম > সারা দেশ > ঢাকা

নগরবাসীর অংশগ্রহণে ঢাকা উত্তরে ডেঙ্গু রোগী কম: ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নগরীর সুস্থ পরিবেশ নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় নগরবাসীর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। আর এই আন্দোলনের ফলেই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। এ দাবি করেছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম। 

আজ বুধবার দুপুরে নগর ভবনে ডিএনসিসি’র বিভিন্ন এলাকার খোঁজ-খবর নিতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এবং ‘তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন’এই স্লোগান বাস্তবায়নের মাধ্যমে চলমান সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান তিনি। 

এই দিন এডিসের বিরুদ্ধে ডিএনসিসির চলমান অভিযানে ১২টি মামলায় পাঁচ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এডিসের লার্ভা পাওয়ায় গুলশানের কনকর্ড আইকে টাওয়ারকে ৪ লাখ এবং এইচএসবিসি ব্যাংককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ২ নম্বর অঞ্চলে ৬টি মামলায় ৩৯ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলের ইন্দিরা রোড ও পূর্ব রাজাবাজার এলাকায় ২টি মামলায় ৩০ হাজার টাকা এবং ১০ নম্বর অঞ্চলে ২টি মামলায় আরও ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চলমান অভিযান প্রসঙ্গে মেয়র আতিকুল বলেন, ব্যক্তিগত, সরকারি কিংবা বেসরকারি সব স্থাপনায় অভিযান চালানো হচ্ছে। এডিসের লার্ভা পাওয়া গেলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেওয়া হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট