হোম > সারা দেশ > ঢাকা

সায়েন্সল্যাবে সড়ক অবরোধ ৭ কলেজের শিক্ষার্থীদের, ব্যাপক যানজট

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করছে তারা। এতে সায়েন্সল্যাব মোড়ের চারপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে সড়কে অবস্থান নেয় তারা। প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। দুপুর ১টায় সায়েন্সল্যাব মোড়ে গিয়ে এই চিত্র দেখা যায়। গত কয়েক দিন ধরেই ৭ কলেজ মিলে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছে প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। পূর্ব কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা।

বেলা পৌনে ১২টায় কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে। এ সময় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। সাত কলেজের বিষয়ে কোনো কমিটি নয়, কমিশন গঠনের দাবি জানান তারা। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শিক্ষা কমিশন গঠন না করলে সড়ক ছাড়বেন বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী বনলতা তাসনিম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের নিয়ে ব্যবসা শুরু করেছে, আমরা সেটা চাই না। আমরা সাত কলেজ নিয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় চাই।’

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মো. রায়হান বলেন, ‘সংস্কার করার জন্য যে কমিটি করেছে, সেটার কাছ থেকে আমরা কোনো সংস্কারের আশ্বাস শুনতে চাই না। আমরা চাই একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

এদিকে সড়ক অবরোধের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মিরপুর ও নিউমার্কেট রোড, শাহবাগ রোডের সড়কে যান চলাচল বন্ধ আছে।

ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ বলেন, ‘শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়ক অবরোধ করেছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানিয়েছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি সড়ক ছেড়ে দিতে।’

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে