হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে স্ত্রীর মামলায় ছাত্রলীগের সাবেক নেতা কারাগারে 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর মামলায় ছাত্রলীগের সাবেক নেতা সাগর ইসলাম সিজারকে (২৭) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার থানা–পুলিশ তাঁকে আদালতে হাজির করে, শুনানি শেষে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে শহরের ৬ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

সিজার পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সিজারকে গ্রেপ্তার করে বুধবার বিকেলে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই স্ত্রী সানজিদা আক্তারকে (২২) যৌতুকের জন্য প্রায়ই মারধর করত সিজার। এ নিয়ে উভয় পরিবারের দ্বন্দ্ব চলছিল। গত ২০ মে স্ত্রী সানজিদা আক্তার তাঁর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এলে সিজার তাকে যৌতুকের জন্য মারধর করেন। পরে ওই দিন রাতেই যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে স্বামীসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেন সানজিদা আক্তার।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’