হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেজান জুসের সাত তলা ভবনের পাশের নুডলস তৈরির টিন শেড ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

সেজান জুস কারখানার তৃতীয় তলায় কাজ করেন গুলশান আরা। আগুন লাগার ৫ মিনিট আগেই কারখানা থেকে বের হন তিনি। গুলশান আরা আজকের পত্রিকাকে জানান, সেজান জুসের পাশেই একটি নুডলস তৈরির টিন সেট ঘর রয়েছে। সেখানে প্রথমে আগুন লাগে। এর পর সেজান জুস কারখানার নিচতলায় কার্টুনের প্যাকেটের গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই সমস্ত ভবনে আগুন ছড়িয়ে পড়ে। কারখানাতে নারী সংখ্যা বেশি ছিল। আগুন লাগার পর অনেকেই ভবন থেকে প্রাণ বাঁচানোর জন্য নিচে লাফ দেন। 

স্থানীয়রা জানিয়েছেন, কারখানাটির ৬টি সেকশনে কাজ করেন প্রায় ৩০০ থেকে ৪০০ জন মানুষ। সেজানের এই কারখানায় আনুমানিক ১০ দিন আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। 

ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। 

মোহাম্মদ ইব্রাহিম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার সময় কারখানায় গেটে তালা লাগানো ছিল। আগুন লাগার ২০ মিনিট পর আমরা ইট দিয়ে গেট টি ভেঙে ফেলতে সক্ষম হই। ততক্ষণে মানুষ ভবনের বিভিন্ন তলা থেকে জীবন বাঁচাতে নিচে লাফ দিতে থাকেন। ঘণ্টা খানিক পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু