হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলের এমফি থিয়েটারে প্রবেশ নিয়ে সংঘর্ষ, ওসি আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর হাতিরঝিলের এমফি থিয়েটারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অনুষ্ঠানে প্রবেশ করতে না পারায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ আহত হয়েছেন। দর্শকদের ছোড়া ইটে গুরুতর আহত হন তিনি। 

আজ বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) অনাথ মিত্র। 

তিনি বলেন, হাতিরঝিলের উত্তর পূর্ব কোনে এমফি থিয়েটার হলে বিজয় দিবসের অনুষ্ঠান হচ্ছিল। সেখানে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত দর্শক গিয়েছিল। থিয়েটারে প্রবেশ করতে না পেরে অনেকে উত্তেজিত হয়ে পড়েন। এতেই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে ওসি আহত হন। 

আহত ওসির বিষয়ে জানতে চাইলে অনাথ মিত্র বলেন, তিনি এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তবে শারীরিক অবস্থা ভালো। এই ঘটনার পর অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। 

জানা গেছে, হাতিরঝিলের কোল ঘেঁষে গড়ে তোলা এমফি থিয়েটারে দর্শক ধারণ ক্ষমতা দুই হাজার কিন্তু অনুষ্ঠান দেখতে গিয়েছেন ৫ থেকে ৭ হাজার লোক। মূলত ভেতরে প্রবেশ করাকে কেন্দ্র করেই সংঘর্ষ বাঁধে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন