হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলের এমফি থিয়েটারে প্রবেশ নিয়ে সংঘর্ষ, ওসি আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর হাতিরঝিলের এমফি থিয়েটারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অনুষ্ঠানে প্রবেশ করতে না পারায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ আহত হয়েছেন। দর্শকদের ছোড়া ইটে গুরুতর আহত হন তিনি। 

আজ বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) অনাথ মিত্র। 

তিনি বলেন, হাতিরঝিলের উত্তর পূর্ব কোনে এমফি থিয়েটার হলে বিজয় দিবসের অনুষ্ঠান হচ্ছিল। সেখানে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত দর্শক গিয়েছিল। থিয়েটারে প্রবেশ করতে না পেরে অনেকে উত্তেজিত হয়ে পড়েন। এতেই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে ওসি আহত হন। 

আহত ওসির বিষয়ে জানতে চাইলে অনাথ মিত্র বলেন, তিনি এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তবে শারীরিক অবস্থা ভালো। এই ঘটনার পর অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। 

জানা গেছে, হাতিরঝিলের কোল ঘেঁষে গড়ে তোলা এমফি থিয়েটারে দর্শক ধারণ ক্ষমতা দুই হাজার কিন্তু অনুষ্ঠান দেখতে গিয়েছেন ৫ থেকে ৭ হাজার লোক। মূলত ভেতরে প্রবেশ করাকে কেন্দ্র করেই সংঘর্ষ বাঁধে। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু