হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুর-৩ আসন: দ্বৈত নাগরিকত্ব নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আ. লীগ ও স্বতন্ত্র প্রার্থীর

ফরিদপুর প্রতিনিধি

দ্বৈত নাগরিকত্ব নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ। আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠান চলাকালে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের কাছে লিখিত অভিযোগ দেন তাঁরা। 

তবে তাৎক্ষণিক কোনো প্রমাণ না দিতে পারায় এবং মনোনয়ন পত্র সঠিক থাকায় তাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এ সময় আরও তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ও অপর তিন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়। 

যাচাই-বাছাই চলাকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের দ্বৈত নাগরিকত্ব রয়েছে বলে অভিযোগ দেন আব্দুল কাদের আজাদ। এ সময় আইনজীবী বদিউজ্জামান বাবু রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগটি দেন। সেখানে জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। এ সময় রিটার্নিং অফিসার তাঁর কাছে কোনো প্রমাণ এবং কাগজপত্র আছে কি-না জানতে চান। তাৎক্ষণিক তা দেখাতে না পারায় শামীম হকের মনোনয়ন পত্রটি বৈধ ঘোষণা করা হয়। 

এরপরই স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদের মনোনয়ন যাচাই-বাছাই চলাকালে রিটার্নিং অফিসারের কাছে একটি অভিযোগ দেন শামীম হক। তিনি লিখিত অভিযোগে জানান, এ কে আজাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তবে তিনিও তাৎক্ষণিক কোনো প্রমাণ কিংবা কাগজ পত্র দেখাতে পারেনি। পরে মনোনয়ন পত্রটি বৈধ ঘোষণা করা হয়। 

আসনটি থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন মোট আটজন প্রার্থী। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মনোনয়ন বৈধ এবং এক স্বতন্ত্র প্রার্থীসহ তিন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। 

রিটার্নিং অফিসার জানান, এক শতাংশ ভোটারের তথ্য গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক হোসেন, হলফ নামায় আয়-ব্যয় ও বাৎসরিক বিবরণীতে স্বাক্ষর না থাকায় বিএনএম মনোনীত প্রার্থী গোলাম রব্বানী খান এবং প্রার্থিতায় স্বাক্ষর না থাকায় বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আ. আউয়াল মিয়ার মনোনয়ন পত্র অবৈধ হয়েছে। 

এ ছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ, বাংলাদেশ কংগ্রেস মনোনীত এম এ মুঈদ হোসেন আরিফ, জাতীয় পার্টির এস এম ইয়াহিয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. দেলোয়ার হোসেনের মনোনয়ন বৈধ হয়েছে।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি