হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডিতে রাস্তায় যুবককে কোপানোর ভিডিও ভাইরাল, এক দিন পরও হয়নি মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া।

রাজধানীর ধানমন্ডি সেন্ট্রাল রোডে সাইফ হোসেন মুন্না নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত ওই যুবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল রোববার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে এলাকার সেন্ট্রাল রোডের ভূতের গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি।

আহত সাইফ হোসেন মুন্না। ছবি: সংগৃহীত

সোমবার (১৯ মে) রাতে ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। ‎

‎সিসিটিভি ফুটেজ ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে কাজ শেষে বাড়িতে ফেরার পথে সাইফ হোসেন মুন্নাকে গতিরোধ করে একজন। এ সময় মোটরসাইকেলে ঘটনাস্থলে আসেন আরও দুই ব্যক্তি। আরেক মোটরসাইকেলে সেখানে হাজির হন আরও একজন। এ সময় মুন্নাকে প্রথমে একজন ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে মোটরসাইকেল থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে একজন বেধড়ক কোপানো শুরু করে। ওই ব্যক্তি কালো পাঞ্জাবি এবং হেলমেট পরা ছিল। প্রাণ বাঁচাতে দৌড় দেওয়ার চেষ্টা করলে মুন্নাকে অন্য সন্ত্রাসীরা মারধর করে।

‎‎ধারালো অস্ত্রের আঘাতে মুন্নার হাত ও পায়ে ব্যাপক জখম হয়েছেন। তার শরীরে বেশ কয়েকটি কোপের দাগ রয়েছে। দুর্বৃত্তরা মুন্নাকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে পঙ্গু হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

‎‎পুলিশ জানিয়েছে, এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি।

‎ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, ‘এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পুলিশ কাজ করছে। মামলা হলে পুলিশ আসামিদের আইনের আওতায় নিয়ে আসবে।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক