হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বিমানবন্দর এলাকায় উড়াল সেতুতে মাইক্রোবাসে আগুন 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দর এলাকায় উড়াল সেতুতে মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উত্তরা জোনের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।’ সফিকুল ইসলাম আরও বলেন, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিন ওভারহিট, যান্ত্রিক ত্রুটি ও বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে।’

ঘটনাস্থলে উপস্থিত থাকা গোয়েন্দা সংস্থার সদস্যরা বলেন, বিমানবন্দর থানা এলাকায় উড়াল সেতুতে হঠাৎ করে বিকট শব্দে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন লাগার পর পরই গাড়ির ড্রাইভার ও তার পাশের সিটে থাকা ব্যক্তি নেমে যান। যার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, গাড়ির মালিকের নাম মো. খোকন চৌধুরী। আগুন লাগার সময় তিনি গাড়িতে ছিলেন না।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার