হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বিমানবন্দর এলাকায় উড়াল সেতুতে মাইক্রোবাসে আগুন 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দর এলাকায় উড়াল সেতুতে মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উত্তরা জোনের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।’ সফিকুল ইসলাম আরও বলেন, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিন ওভারহিট, যান্ত্রিক ত্রুটি ও বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে।’

ঘটনাস্থলে উপস্থিত থাকা গোয়েন্দা সংস্থার সদস্যরা বলেন, বিমানবন্দর থানা এলাকায় উড়াল সেতুতে হঠাৎ করে বিকট শব্দে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন লাগার পর পরই গাড়ির ড্রাইভার ও তার পাশের সিটে থাকা ব্যক্তি নেমে যান। যার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, গাড়ির মালিকের নাম মো. খোকন চৌধুরী। আগুন লাগার সময় তিনি গাড়িতে ছিলেন না।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’