হোম > সারা দেশ > ঢাকা

তামাক কোম্পানির আগ্রাসন ও বিজ্ঞাপন বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তামাক কোম্পানির আগ্রাসন ও অবৈধ বিজ্ঞাপন বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট। আজ সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে মাদকবিরোধী সংগঠন প্রত্যাশা, ডব্লিউ বি বি ট্রাস্ট, টি সি আর সি, এইড ফাউন্ডেশন ও বাংলাদেশ তামাকবিরোধী জোট এই মানববন্ধনের আয়োজন করে। 

প্রত্যাশা'র সাধারণ সম্পাদক হেলাল আহমেদ বলেন, তামাক কোম্পানি কূটকৌশলের মাধ্যমে দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত তামাকের বিজ্ঞাপন প্রচার করে যাচ্ছে। বহুজাতিক ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, জাপান টোব্যাকোসহ দেশীয় তামাক কোম্পানিগুলো রাজধানী ঢাকাসহ সারা দেশে বিড়ি-সিগারেটের টং দোকান স্থাপন করেছে। সেখানে তাঁরা সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে তামাকের বিজ্ঞাপন প্রচার করছে। 

তিনি আরও বলেন, নতুন প্রজন্ম তামাকে আসক্ত হয়ে মাদকাসক্তে পরিণত হচ্ছে। ফলে দেশের মেধাবী তরুণেরা সম্পদের পরিবর্তে বোঝায় পরিণত হচ্ছে। তাই জনস্বার্থে জরুরীভিত্তিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। 

মানববন্ধন শেষে প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সেমিনারের আয়োজন করে সংগঠনটি। সেমিনারে উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশের প্রোগ্রাম অফিসার সৈয়দা অনন্যা রহমান, সমন্বয় পরিষদ, শহর সমাজসেবা কার্যালয়-১ এর সাবেক সভাপতি মো. জাকির হোসেন সহ বিভিন্ন সংগঠন ও আঞ্চলিক নেতৃবৃন্দ। 

মেট্রোরেলের কার্ডের রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা