হোম > সারা দেশ > ঢাকা

জবিতে আবার নিজস্ব পদ্ধতিতে অনুষ্ঠিত হলো ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা

জবি প্রতিনিধি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ই-ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ই-ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে ২০২০ সালের পর ফের নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষায় ফিরল বিশ্ববিদ্যালয়টি। এর আগে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় ছিল জবি।

আজ শুক্রবার সকাল ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ইউনিট-ই (চারুকলা অনুষদ) এর পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বিভিন্ন হল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন—বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলপ্তগীন, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবকিছু সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আজকের “ই” ইউনিটের নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের সবার অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

এ বছর ইউনিট-ই (চারুকলা অনুষদ) এর ভর্তি পরীক্ষায় ৬০টি আসনের বিপরীতে মোট ১৩৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা