হোম > সারা দেশ > ঢাকা

অবশেষে বিমানবন্দরে ই-গেট চালু, ১৮ সেকেন্ডে ভেরিফিকেশন

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের দীর্ঘ দিন পর অবশেষে চালু হলো ই-গেট। এতে করে বাংলাদেশি ই-পাসপোর্টধারীরা ১৮ সেকেন্ডে ভেরিফিকেশন শেষে ইমিগ্রেশন অতিক্রম করতে পারবেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহির্গমন এলাকায় ১২টি এবং আগমন এলাকায় তিনটি ই-গেট স্থাপন করা হয়েছে। আজ যাত্রীদের জন্য পুরোপুরি ই-গেট চালুর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি ই-পাসপোর্টধারীদের ই-গেটের মাধ্যমে ইমিগ্রেশন চালু হলো।’

বিমানবন্দরের নির্বাহী পরিচালক আরও বলেন, ‘গতকাল সোমবার পরীক্ষামূলক ভাবে ই-গেটের মাধ্যমে সফলভাবে কিছু যাত্রীর ইমিগ্রেশন সম্পন্ন করা হয়। আজ যাত্রীদের জন্য পুরোপুরি ই-গেট চালুর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ই-গেটের মাধ্যমে ১৮ সেকেন্ডে ই-পাসপোর্টধারী ভেরিফিকেশন শেষে ই-গেট অতিক্রম করতে পারবেন।’

এ ছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি ই-গেট স্থাপন করা হয়েছে বলেও জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।

ই-গেট চালুর সময় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাহাত ইমিগ্রেশন প্রক্রিয়া দেখেন।

উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন ও বহির্গমন ইমিগ্রেশনে ই-গেট স্থাপন করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি)। ২০২১ সালের ৩০ জুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ ই-গেট উদ্বোধন করেন। 

বেশ ঘটা করে উদ্বোধন করা হলেও ই-গেট গত ১১ মাস ব্যবহার করা হয়নি। অবশেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ১১ মাস ৮ দিন পর ই-গেট চালু হলো।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার