হোম > সারা দেশ > ঢাকা

অনশন ভাঙলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা শনিবার বিকেলে অনশন ভেঙেছেন। বিকেল সাড়ে ৪টার দিকে পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তকে পানি পান করিয়ে অনশন ভাঙান আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার।

দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে ক্ষমতাসীন আওয়ামী লীগের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার সকাল ৬টা থেকে অবস্থান ও অনশন শুরু করেন ঐক্য পরিষদের নেতারা। সাড়ে ৩৪ ঘণ্টা পর তাঁরা অনশন ভঙ্গ করলেন।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের এই অবস্থান ও অনশন কর্মসূচি রোববার সকাল ৬টায় শেষ হওয়ার কথা ছিল।

ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, অনশন শুরুর প্রায় ৩০ ঘণ্টা পর দ্বিতীয় দিন শনিবার রানা দাশগুপ্তসহ সাতজন নেতা অসুস্থ হয়ে পড়েন। 
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকেরা অসুস্থ হয়ে পড়া অনশনকারীদের স্যালাইন দেন।
 
ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক পিসি দাস জানান, অনশনের কারণে রানা দাশগুপ্তের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। তাঁর রক্তচাপ কমে যায়। ডায়াবেটিসও আছে তাঁর। কিছু না খাওয়ায় পানিশূন্যতা দেখা দেয়। আরও কয়েকজনের শরীরে পানিশূন্যতা দেখা দেওয়ায় তাঁদের স্যালাইন দেওয়া হয়।
 
মনীন্দ্র কুমার নাথ বলেন, তাঁরা আশা প্রকাশ করছেন, সরকার ঐক্য পরিষদের দাবিগুলো বিবেচনায় নেবে। দাবি মানা না হলে আবারও আন্দোলনের ডাক দেওয়া হবে।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব