হোম > সারা দেশ > ঢাকা

বিএনপির মহাসমাবেশে ১১টি মোবাইল টয়লেট 

সাইফুল মাসুম, ঢাকা

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়া পল্টনে মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এই মহাসমাবেশে নেতা–কর্মীদের ব্যবহারের জন্য নাইটিঙ্গেল মোড়ের দক্ষিণ পাশে তৈরি করা হয়েছে ১১টি মোবাইল টয়লেট। দলের নেতা–কর্মীরা বিনা পয়সায় এসব টয়লেট ব্যবহারের সুযোগ পেয়েছেন। 

আজ শুক্রবার দুপুরের পর মহাসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নেতা–কর্মীরা জড়ো হতে থাকেন সকাল থেকেই। শুক্রবার বেলা ১১টার মধ্যে লোকে লোকারণ্য হয়ে যায় রাজধানীর কাকরাইল, শান্তিনগর, পল্টন মোড় এলাকা।

মোহাম্মদপুর থেকে আসা মন্নান মিস্ত্রি নামে বিএনপির এক কর্মী জানান, সমাবেশের কারণে মার্কেটগুলো বন্ধ। মসজিদও অনেক দূরে। মোবাইল টয়লেটের কারণে সবার উপকার হয়েছে।

ময়মনসিংহ ভালুকা থেকে আসা ছাত্রদল নেতা এসএম আলী রাজ জানান, তিনি গতকাল মধ্যরাতে ঢাকায় এসেছেন। রাতে কয়েকজনসহ ফুটপাতে ছিলেন। আশপাশে টয়লেট না থাকায় অসুবিধায় পড়েছিলেন। রাজ বলেন, নাইটিঙ্গেল মোড়ের মতো সমাবেশস্থলের আশপাশের মোড়েও মোবাইল টয়লেট রাখা উচিত ছিল। 

মোবাইল টয়লেট কারা ব্যবস্থাপনা করছেন জানতে চাইলে মহিউদ্দিন চৌধুরী নামে একজন এগিয়ে আসেন। তিনি নিজের পরিচয় দেন ফেনী জেলার সাবেক ছাত্রদল নেতা হিসেবে। মহিউদ্দিন চৌধুরী বলেন, বিএনপি নেতা তাবিথ আউয়ালসহ যৌথভাবে এই টয়লেটের ব্যবস্থা করেছেন। টয়লেট ব্যবস্থাপনায় ১২ জন সুইপারসহ কয়েকজন দলীয় নেতা–কর্মী কাজ করছেন।

তবে প্রতিটি টয়লেটের গায়ে স্টিকারে লেখা রয়েছে, ‘শহর আমাদের, পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের’–সৌজন্যে তাবিথ আউয়াল এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন। সেখানে তাঁর পরিচয় লেখা রয়েছে, জনতার মেয়র, ঢাকা উত্তর সিটি করপোরেশন। 

এ বিষয় জানতে চাইলে মহিউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, স্টিকার আমি লাগিয়ে দিয়েছি। তবে নাম হাইলাইটস করা নিষেধ আছে। তাবিথ আউয়াল টয়লেট তৈরিতে অর্থায়ন করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা আমি ডিটেইলস বলব না। আমি তত্ত্বাবধান করছি সরাসরি দলের চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন