হোম > সারা দেশ > ঢাকা

‘ডাকাতকে দেখে ফেলায়’ গুলি, পোশাক শ্রমিক নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় বাড়িতে ডাকাত ঢোকার চেষ্টা করছে বুঝতে পেরে চিৎকার দেয় প্রতিবেশী। সাহায্যের জন্য দৌড়ে বের হয় পোশাক শ্রমিক মফিজুল। পরে ডাকাতদের সামনে পরলে তাঁকে গুলি করে পালিয়ে যায় ডাকাতেরা। পরে মফিজুল ইসলামকে (২৪) হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে সাভারের আশুলিয়ার নয়াপাড়া এলাকায় কামরুল হাসান শাকিলের বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত মফিজুল টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাসিন্দা। তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। 

বাড়ির মালিক কামরুল হাসান শাকিল বলেন, ‘রাত প্রায় ৩টার দিকে আমার বাড়ির পেছনে ডাকাতদের অবস্থান বুঝতে পারি। ডাকাতেরা বাড়ির জানালা খুলে ফেলার চেষ্টা করেছিলেন। আমরা বুঝতে পেরে ডাকাত বলে চিৎকার করি। চিৎকার শুনে ভাড়াটিয়া মফিজুল ঘর থেকে বের হন। এ সময় গুলির শব্দ শুনি। পরে পরিস্থিতি বুঝে ঘর থেকে বের হয়ে দেখি মফিজুলকে গুলি করেছে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’ 

কামরুল হাসান শাকিল আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে ডাকাতদের দেখে ফেলায় মফিজুলকে গুলি করেছে। আমরা ডাকাতদের দেখতে পারিনি, কত জন ছিল বুঝতে পারিনি।’ 

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ডিউটি ম্যানেজার হাবিবুর রহমান বলেন, ‘মফিজুলকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গিয়েছিলেন। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।’ 

আশুলিয়া থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট