হোম > সারা দেশ > ঢাকা

‘ডাকাতকে দেখে ফেলায়’ গুলি, পোশাক শ্রমিক নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় বাড়িতে ডাকাত ঢোকার চেষ্টা করছে বুঝতে পেরে চিৎকার দেয় প্রতিবেশী। সাহায্যের জন্য দৌড়ে বের হয় পোশাক শ্রমিক মফিজুল। পরে ডাকাতদের সামনে পরলে তাঁকে গুলি করে পালিয়ে যায় ডাকাতেরা। পরে মফিজুল ইসলামকে (২৪) হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে সাভারের আশুলিয়ার নয়াপাড়া এলাকায় কামরুল হাসান শাকিলের বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত মফিজুল টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাসিন্দা। তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। 

বাড়ির মালিক কামরুল হাসান শাকিল বলেন, ‘রাত প্রায় ৩টার দিকে আমার বাড়ির পেছনে ডাকাতদের অবস্থান বুঝতে পারি। ডাকাতেরা বাড়ির জানালা খুলে ফেলার চেষ্টা করেছিলেন। আমরা বুঝতে পেরে ডাকাত বলে চিৎকার করি। চিৎকার শুনে ভাড়াটিয়া মফিজুল ঘর থেকে বের হন। এ সময় গুলির শব্দ শুনি। পরে পরিস্থিতি বুঝে ঘর থেকে বের হয়ে দেখি মফিজুলকে গুলি করেছে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’ 

কামরুল হাসান শাকিল আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে ডাকাতদের দেখে ফেলায় মফিজুলকে গুলি করেছে। আমরা ডাকাতদের দেখতে পারিনি, কত জন ছিল বুঝতে পারিনি।’ 

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ডিউটি ম্যানেজার হাবিবুর রহমান বলেন, ‘মফিজুলকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গিয়েছিলেন। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।’ 

আশুলিয়া থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯