হোম > সারা দেশ > ঢাকা

‘ডাকাতকে দেখে ফেলায়’ গুলি, পোশাক শ্রমিক নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় বাড়িতে ডাকাত ঢোকার চেষ্টা করছে বুঝতে পেরে চিৎকার দেয় প্রতিবেশী। সাহায্যের জন্য দৌড়ে বের হয় পোশাক শ্রমিক মফিজুল। পরে ডাকাতদের সামনে পরলে তাঁকে গুলি করে পালিয়ে যায় ডাকাতেরা। পরে মফিজুল ইসলামকে (২৪) হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে সাভারের আশুলিয়ার নয়াপাড়া এলাকায় কামরুল হাসান শাকিলের বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত মফিজুল টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাসিন্দা। তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। 

বাড়ির মালিক কামরুল হাসান শাকিল বলেন, ‘রাত প্রায় ৩টার দিকে আমার বাড়ির পেছনে ডাকাতদের অবস্থান বুঝতে পারি। ডাকাতেরা বাড়ির জানালা খুলে ফেলার চেষ্টা করেছিলেন। আমরা বুঝতে পেরে ডাকাত বলে চিৎকার করি। চিৎকার শুনে ভাড়াটিয়া মফিজুল ঘর থেকে বের হন। এ সময় গুলির শব্দ শুনি। পরে পরিস্থিতি বুঝে ঘর থেকে বের হয়ে দেখি মফিজুলকে গুলি করেছে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’ 

কামরুল হাসান শাকিল আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে ডাকাতদের দেখে ফেলায় মফিজুলকে গুলি করেছে। আমরা ডাকাতদের দেখতে পারিনি, কত জন ছিল বুঝতে পারিনি।’ 

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ডিউটি ম্যানেজার হাবিবুর রহমান বলেন, ‘মফিজুলকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গিয়েছিলেন। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।’ 

আশুলিয়া থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব