ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আওলাদ হোসেন। বিজয় উদ্যাপন করতে ১০টি গরু জবাই করে ইউনিয়নবাসীকে খাওয়ালেন তিনি।
আজ শনিবার উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ বিশাল ভোজের আয়োজন করা হয়। দুপুর থেকে রাত পর্যন্ত প্রায় ২৭ হাজার নারী-পুরুষ, শিশু এ ভোজে অংশ নেয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই গণভোজের উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।
খোঁজ নিয়ে জানা গেছে, নবনির্বাচিত চেয়ারম্যান ১০টি গরু জবাই করে ইউনিয়নবাসীকে প্রায় ২৫০ ডেকের বেশি বিরিয়ানি খাইয়েছেন। ৯০ জন বাবুর্চি মিলে এই বিশাল গণভোজের রান্নার কাজ করেন। দেপাশাই খেলার মাঠ ও ঈদগাহে একসঙ্গে ৫ হাজার লোক বসে খাওয়ার ব্যবস্থা করা হয়। এ ছাড়া খাওয়ার স্থান থেকে যাঁদের বাড়ি দূরে, তাঁদের যাতায়াতের জন্য গাড়ি ভাড়া করে দেন চেয়ারম্যান।
চেয়ারম্যান আরও বলেন, ‘আজকের আয়োজন আমার ইউনিয়নবাসীর আমার কাছে প্রাপ্য ছিল। এই আয়োজনও আসলে তাঁদের জন্য ছোট। আমি কাজে বিশ্বাসী। আমি আমার ইউনিয়নের এমন উন্নয়ন করতে চাই যেন তা কয়েক প্রজন্মের মুখে মুখে দীর্ঘদিন থাকে। আমি সবার দোয়া ও সহযোগিতা চাই।’
গণভোজে অংশ নেওয়া সোমভাগ ইউনিয়নের ফুকুটিয়া গ্রামের সাইফুল ইসলাম (৩৪) বলেন, ‘আমাদের নতুন চেয়ারম্যান ধামরাইয়ে ইতিহাস তৈরি করলেন একটা। আমি আমার বয়সে ধামরাইয়ে এত বড় আয়োজন কখনো দেখি নাই। ২৫-২৬ হাজার মানুষের আয়োজন করা হয়েছে। কোনো বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে দুপুর থেকে রাত পর্যন্ত এই গণভোজের আয়োজন করা হয়েছে। সোমভাগ ইউনিয়নবাসী ছাড়াও বাইরে থেকেও অনেকে এসেছেন।’