হোম > সারা দেশ > ঢাকা

নবনির্বাচিত চেয়ারম্যানের ভোজ: ১০ গরু, ২৫০ ডেকচি বিরিয়ানি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আওলাদ হোসেন। বিজয় উদ্‌যাপন করতে ১০টি গরু জবাই করে ইউনিয়নবাসীকে খাওয়ালেন তিনি। 

আজ শনিবার উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ বিশাল ভোজের আয়োজন করা হয়। দুপুর থেকে রাত পর্যন্ত প্রায় ২৭ হাজার নারী-পুরুষ, শিশু এ ভোজে অংশ নেয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই গণভোজের উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। 

বেনজীর আহমদ বলেন, ‘ধামরাইয়ের ইতিহাসে এটাই প্রথম। গণসংযোগ বা গণভোজ বলতে আসলে এটাকেই বোঝায়! ইতিপূর্বে এই ইউনিয়নে অনেক চেয়ারম্যান ছিল। এখানেও কয়েকজন সাবেক চেয়ারম্যান উপস্থিত আছেন। কিন্তু নবনির্বাচিত চেয়ারম্যান আওলাদ হোসেনের আজকের এই আয়োজনের মতো কখনো হয়নি। দলমতনির্বিশেষে জনসমুদ্রে পরিণত হয়েছে সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেনের আজকের এই আয়োজন।’ 

খোঁজ নিয়ে জানা গেছে, নবনির্বাচিত চেয়ারম্যান ১০টি গরু জবাই করে ইউনিয়নবাসীকে প্রায় ২৫০ ডেকের বেশি বিরিয়ানি খাইয়েছেন। ৯০ জন বাবুর্চি মিলে এই বিশাল গণভোজের রান্নার কাজ করেন। দেপাশাই খেলার মাঠ ও ঈদগাহে একসঙ্গে ৫ হাজার লোক বসে খাওয়ার ব্যবস্থা করা হয়। এ ছাড়া খাওয়ার স্থান থেকে যাঁদের বাড়ি দূরে, তাঁদের যাতায়াতের জন্য গাড়ি ভাড়া করে দেন চেয়ারম্যান। 

এই বিশাল গণভোজের আয়োজক নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, ‘আমার বাবাও কয়েকবার নির্বাচন করেছেন। কিন্তু কিছু ভোটের জন্য তিনি জয়ী হতে পারেননি। আমি আমার বাবার স্বপ্ন পূরণের জন্য নির্বাচন করেছি। সোমভাগ ইউনিয়নবাসীর কাছে আমি তাঁদের রাখালের দায়িত্ব চেয়েছি। তাঁরা ১১ নভেম্বর বিপুল ভোটের মাধ্যমে সেই দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি তাঁদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ 

চেয়ারম্যান আরও বলেন, ‘আজকের আয়োজন আমার ইউনিয়নবাসীর আমার কাছে প্রাপ্য ছিল। এই আয়োজনও আসলে তাঁদের জন্য ছোট। আমি কাজে বিশ্বাসী। আমি আমার ইউনিয়নের এমন উন্নয়ন করতে চাই যেন তা কয়েক প্রজন্মের মুখে মুখে দীর্ঘদিন থাকে। আমি সবার দোয়া ও সহযোগিতা চাই।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন, ধামরাইয়ের পৌর মেয়র গোলাম কবির মোল্লা, পৌর কাউন্সিলর, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতা, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও হাজার হাজার সাধারণ মানুষ। 

গণভোজে অংশ নেওয়া সোমভাগ ইউনিয়নের ফুকুটিয়া গ্রামের সাইফুল ইসলাম (৩৪) বলেন, ‘আমাদের নতুন চেয়ারম্যান ধামরাইয়ে ইতিহাস তৈরি করলেন একটা। আমি আমার বয়সে ধামরাইয়ে এত বড় আয়োজন কখনো দেখি নাই। ২৫-২৬ হাজার মানুষের আয়োজন করা হয়েছে। কোনো বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে দুপুর থেকে রাত পর্যন্ত এই গণভোজের আয়োজন করা হয়েছে। সোমভাগ ইউনিয়নবাসী ছাড়াও বাইরে থেকেও অনেকে এসেছেন।’

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ