হোম > সারা দেশ > ঢাকা

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন মারজুক রাসেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গীতিকার ও অভিনেতা মারজুক রাসেলের নামে একটি ফেসবুক পেজ থেকে কয়েক দিন ধরে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একের পর এক প্রচারণা চালিয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে। এমনকি সরকারপ্রধানকেও আক্রমণ করে কয়েক দিন ধরে অপপ্রচার চালানো হয়েছে, যাতে এই অভিনেতা বিব্রত হয়েছেন। তাই এসব পেজ ও গ্রুপের বিরুদ্ধে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান মারজুক রাসেল। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন। এরপর ডিবি অফিস থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, `কয়েক দিন ধরে আমার নাম, ছবি ব্যবহার করে ফেসবুকে পেজ করে সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও সরকারবিরোধী নানা পোস্টও দেওয়া হয়েছে। 

এতে আমি বিব্রত হয়েছি। সাধারণ মানুষের ধারণা, মারজুক রাসেলই এমনটি করছেন।' কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পেজটি মারজুক রাসেলের নয়। কেউ তাঁর নাম ও ছবি ব্যবহার করে এমনটা করছেন বলে জানিয়েছেন মারজুক রাসেল। 

তিনি বলেন, ‘যাঁরা আমাকে চেনেন এবং জানেন, তাঁরা হয়তো জানেন, ওই পেজগুলো আমি চালাচ্ছি না। তবে অনেকে জানেন না। তাই আমি ডিবিতে এসে হারুন সাহেবের কাছে বিষয়টি জানিয়েছি।’

মারজুক বলেন, `বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যাঁরা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়, আমার জীবনযাপনের ধরন সম্পর্কে যাঁরা ডিটেইলে জানেন, তাঁরা ছাড়া অধিকাংশ মানুষই কনফিউজড। আমার নাম ও ছবি ব্যবহার করে বেশ কয়েক দিন ধরে উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে। যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই।'

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২