হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বহুতল ভবন থেকে নিরাপত্তা কর্মীর লাফ, একদিন পর মৃত্যু

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানী উত্তরায় বহুতল ভবন থেকে চপল মাহমুদ ওরফে লোকমান (২৩) নামের এক যুবক লাফিয়ে আত্মহত্যা চেষ্টার পরের দিন মারা গেছেন। ডিএমপি’র উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম মঞ্জু সোমবার (৩০ ডিসেম্বর) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত রোববার (২৯ ডিসেম্বর) রাতে লোকমান উত্তরা ১১ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের ১ নম্বর বাড়ির ষষ্ঠ তলার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ বোধ করলে তাঁকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আনার পর গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ৫টা ৬টার দিকে সে মারা যায়।

নিহত ওই যুবক উত্তরা ১১ নম্বর সেক্টরের রহমান নামের একজন মেজরের বাড়ির নিরাপত্তা কর্মী ছিলেন। তিনি বগুড়ার ধুনোট উপজেলার গোঁসাইবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে।

এসআই আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আত্মহত্যার কারণ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা আব্দুস সালাম বলেন, ‘জানা গেছে, লোকমান বিভিন্ন কারণে মানুষিক চাপে ছিল। লাফিয়ে পড়ার পর এসআই আবু সাঈদ এসেছিলেন। তিনিও একই কথা জানিয়েছেন।’

এদিকে পুলিশের গোয়েন্দা সূত্রে জানা গেছে, চপল মাহমুদ ওরফে লোকমান প্রবাসে ছিলেন। প্রবাস থেকে ফেরত এসে তিনি নিরাপত্তা কর্মীর কাজ শুরু করেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু