রাজবাড়ীর পাংশায় সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচজন আসামি গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা-পুলিশ। রোববার পাংশা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, রোববার পাংশা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন, (এএসআই) মো. আব্বাছ আলী, মো. কামাল হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. নাছির উদ্দিন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে।
আসামিরা হলেন, উপজেলার গাড়াল গ্রামের মো. মুকুল হোসেন, হোসেনডাঙ্গা গ্রামের মো. মোশারফ হোসেন, সত্যজিৎপুর গ্রামের সোহেল রেজা, কাঞ্চনপুর গ্রামের মো. কুদ্দুস ফকির ও শাহমীরপুর গ্রামের সালাম শেখ।
গ্রেপ্তারের পর আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পাংশা মডেল থানা-পুলিশ।