হোম > সারা দেশ > ঢাকা

টাকা-স্বর্ণালঙ্কার লুটের জন্যই খুন করা হয় তানিয়াকে, এসি মিস্ত্রির জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁওয়ের বটতলা এলাকায় গৃহবধূ তানিয়া আফরোজকে খুনের দায় স্বীকার করেছেন এসি মেরামত মিস্ত্রি বাপ্পী ও তাঁর দুই সহযোগী হৃদয় ও রুবেল। গতকাল সোমবার ও আজ মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁরা এ কথা জানান। 

গতকাল সোমবার বাপ্পী এবং মঙ্গলবার হৃদয় ও রুবেল আদালতে জবানবন্দি দেন। আসামিদের আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর বাশার তাঁদের জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। 

তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, তানিয়া আফরোজের বাসায় এসি মেরামতের কাজ করতে গিয়ে তাঁদের মনে হয়েছিল তাঁর কাছে অনেক টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার আছে। এ জন্য তাঁরা তিনজনে মিলে সেগুলো লুটের পরিকল্পনা করেন। তিনজন মিলে প্রথমেই শিশু সন্তান দুজনকে মুখে টেপ দিয়ে বেঁধে ফেলেন। পরে তানিয়াকে খুন করে ঘরের আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যান। 

গত ২৬ মার্চ রাতে নিহত নারীর বাসায় এসি মেরামত করতে যান টেকনিশিয়ান বাপ্পী। সঙ্গে ছিলেন হৃদয় ও রুবেল নামের দুই সহযোগী। 

তদন্তে জানা যায়, খুনিরা ওই বাসা থেকে ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসেট, নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়। বাপ্পী এসি ঠিক করতে এসে সুযোগমতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এ কারণে হত্যাকাণ্ডটি ঘটে। ওই নারীর মরদেহের পাশে মুখে টেপ প্যাঁচানো অবস্থায় পড়ে ছিল তাঁর দুই শিশুসন্তান। তাদের বয়স তিন বছর ও ১০ মাস।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান