হোম > সারা দেশ > ঢাকা

টাকা-স্বর্ণালঙ্কার লুটের জন্যই খুন করা হয় তানিয়াকে, এসি মিস্ত্রির জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁওয়ের বটতলা এলাকায় গৃহবধূ তানিয়া আফরোজকে খুনের দায় স্বীকার করেছেন এসি মেরামত মিস্ত্রি বাপ্পী ও তাঁর দুই সহযোগী হৃদয় ও রুবেল। গতকাল সোমবার ও আজ মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁরা এ কথা জানান। 

গতকাল সোমবার বাপ্পী এবং মঙ্গলবার হৃদয় ও রুবেল আদালতে জবানবন্দি দেন। আসামিদের আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর বাশার তাঁদের জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। 

তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, তানিয়া আফরোজের বাসায় এসি মেরামতের কাজ করতে গিয়ে তাঁদের মনে হয়েছিল তাঁর কাছে অনেক টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার আছে। এ জন্য তাঁরা তিনজনে মিলে সেগুলো লুটের পরিকল্পনা করেন। তিনজন মিলে প্রথমেই শিশু সন্তান দুজনকে মুখে টেপ দিয়ে বেঁধে ফেলেন। পরে তানিয়াকে খুন করে ঘরের আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যান। 

গত ২৬ মার্চ রাতে নিহত নারীর বাসায় এসি মেরামত করতে যান টেকনিশিয়ান বাপ্পী। সঙ্গে ছিলেন হৃদয় ও রুবেল নামের দুই সহযোগী। 

তদন্তে জানা যায়, খুনিরা ওই বাসা থেকে ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসেট, নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়। বাপ্পী এসি ঠিক করতে এসে সুযোগমতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এ কারণে হত্যাকাণ্ডটি ঘটে। ওই নারীর মরদেহের পাশে মুখে টেপ প্যাঁচানো অবস্থায় পড়ে ছিল তাঁর দুই শিশুসন্তান। তাদের বয়স তিন বছর ও ১০ মাস।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু