হোম > সারা দেশ > ঢাকা

মগবাজার দুর্ঘটনা : হাসিমুখের মুস্তাফিজের চলে যাওয়া 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর মগবাজারে রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া বিস্ফোরণে নিহত হয়েছেন গণমাধ্যমকর্মী হাফেজ মুস্তাফিজুর রাহমান।

মুস্তাফিজুর রেডিও ধ্বনির ইসলামিক অনুষ্ঠান ‘আহকামুল জুমা’র উপস্থাপক ছিলেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হতো প্রতি শুক্রবার। পাশাপাশি তিনি রেডিও একাত্তরের ইসলাম ও আমরা অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। বিভিন্ন জায়গায় উপস্থাপনার কোর্সও করাতেন মুস্তাফিজ। তিনি টেলিভিশনের রমজান মাসব্যাপী জনপ্রিয় অনুষ্ঠান আলোকিত কোরআন ও সময়ের সেরা হাফেজ প্রোগ্রামগুলোর সমন্বয়কারী ছিলেন।

বিস্ফোরণের ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয় তাঁকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুস্তাফিজ। তার দীর্ঘদিনের সহকারী মাহমুদুল হক জালীস জানান, মুস্তাফিজ অত্যন্ত নরম, ভদ্র ও বিনয়ী ছিলেন। সব সময় হাসিমুখে কথা বলতেন। সব কাজে পারদর্শী ছিলেন। তাঁর এমন চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে।

মুস্তাফিজের মৃত্যুতে শোকপ্রকাশ করে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার পরিচালক লুৎফর রহমান বলেন, `দীর্ঘদিন আমার সহকর্মী ছিল সে। খুবই কর্মঠ যুবক।' 
পরিবারের বড় ছেলে মুস্তাফিজ। পড়াশোনা ও কাজের সুবাদে ঢাকাতেই থাকতেন।

ময়মনসিংহের গফরগাঁওয়ের মুস্তাফিজুর রাহমান কওমি মাদ্রাসায় পড়াশোনা শেষ করে ঢাকার কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগে সম্মানে ভর্তি হয়েছিলেন।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ