হোম > সারা দেশ > ঢাকা

মগবাজার দুর্ঘটনা : হাসিমুখের মুস্তাফিজের চলে যাওয়া 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর মগবাজারে রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া বিস্ফোরণে নিহত হয়েছেন গণমাধ্যমকর্মী হাফেজ মুস্তাফিজুর রাহমান।

মুস্তাফিজুর রেডিও ধ্বনির ইসলামিক অনুষ্ঠান ‘আহকামুল জুমা’র উপস্থাপক ছিলেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হতো প্রতি শুক্রবার। পাশাপাশি তিনি রেডিও একাত্তরের ইসলাম ও আমরা অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। বিভিন্ন জায়গায় উপস্থাপনার কোর্সও করাতেন মুস্তাফিজ। তিনি টেলিভিশনের রমজান মাসব্যাপী জনপ্রিয় অনুষ্ঠান আলোকিত কোরআন ও সময়ের সেরা হাফেজ প্রোগ্রামগুলোর সমন্বয়কারী ছিলেন।

বিস্ফোরণের ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয় তাঁকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুস্তাফিজ। তার দীর্ঘদিনের সহকারী মাহমুদুল হক জালীস জানান, মুস্তাফিজ অত্যন্ত নরম, ভদ্র ও বিনয়ী ছিলেন। সব সময় হাসিমুখে কথা বলতেন। সব কাজে পারদর্শী ছিলেন। তাঁর এমন চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে।

মুস্তাফিজের মৃত্যুতে শোকপ্রকাশ করে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার পরিচালক লুৎফর রহমান বলেন, `দীর্ঘদিন আমার সহকর্মী ছিল সে। খুবই কর্মঠ যুবক।' 
পরিবারের বড় ছেলে মুস্তাফিজ। পড়াশোনা ও কাজের সুবাদে ঢাকাতেই থাকতেন।

ময়মনসিংহের গফরগাঁওয়ের মুস্তাফিজুর রাহমান কওমি মাদ্রাসায় পড়াশোনা শেষ করে ঢাকার কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগে সম্মানে ভর্তি হয়েছিলেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন