হোম > সারা দেশ > ঢাকা

ছিনতাইকারী ধরতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল আ.লীগ নেতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শেরেবাংলা নগর থানার আসাদগেট এলাকায় ছিনতাইকারীকে ধাওয়া দিতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল আওয়ামী লীগের এক নেতার। নিহতের নাম তাজুল ইসলাম। তিনি মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য। 

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিস) রুবায়েত জামান। 

রুবায়েত জামান বলেন, ‘আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় মোহাম্মদপুর থানার আসাদগেটে আড়ংয়ের সামনে থেকে তাঁর মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যায় এক ছিনতাইকারী। এ সময় তিনি ধাওয়া দিলে গাড়িচাপায় গুরুতর আহত হন। পরে মারা যান।’ 

রুবায়েত জামান আরও বলেন, ‘এ বিষয় আমরা তদন্ত করছি। এ ঘটনায় পৃথক মামলা হবে। মোহাম্মদপুর থানায় ছিনতাই ও শেরেবাংলা নগর থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা হবে।’ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাজুল ইসলামসহ কয়েকজন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপনের সঙ্গে দেখা করতে মানিক মিয়া অ্যাভিনিউর ন্যাম ভবনে এসেছিলেন। মন্ত্রীর সঙ্গে দেখা করে রাত সাড়ে ১১টার দিকে গাড়িতে করে মানিকগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছিলেন তাজুল ও তাঁর রাজনৈতিক সহযোগীরা। গাড়িটি আসাদগেটে আড়ংয়ের সামনে সিগনালে দাঁড়ালে গ্লাস খোলা থাকায় ছিনতাইকারী মোবাইল ফোন ছোঁ মেরে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীকে ধরতে গাড়ি থেকে নেমে পিছু নেন তাজুল, মালেক ও গাড়িচালক ঝন্টু। ছিনতাইকারী মোবাইল ফোন নিয়ে রাস্তা পার হয়ে গেলে তাজুলও তাকে ধাওয়া করেন। এ সময় রাস্তায় চলাচলকারী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তাজুল। পরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত