হোম > সারা দেশ > ঢাকা

দ্বিতীয় স্ত্রীর পরকীয়া সন্দেহে তারই ভাই-বোনকে পুড়িয়ে হত্যাচেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বিতীয় স্ত্রীর পরকীয়া সন্দেহে তাঁরই (দ্বিতীয় স্ত্রী) ছোট ভাই-বোনকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা করেন স্বামী আলাউদ্দিন। গত মঙ্গলবার ঢাকার আদাবরে সুনিবিড় হাউজিংয়ের একটি বাসায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ বিষয়ে জবানবন্দি দেন অভিযুক্ত আলাউদ্দিন।

জবানবন্দিতে অভিযুক্ত আলাউদ্দিন বলেন, ‘রাজধানীর আদাবরে দুই ভাই-বোনকে ঘরে আটকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করি। মিতু ও বাপ্পি আমার ছোট স্ত্রীর ভাই-বোন। স্ত্রীর পরকীয়ায় জড়িত এই সন্দেহ হওয়ায় তাঁকে শিক্ষা দিতেই হত্যার সিদ্ধান্ত নিই।’ 

ঢাকার আদাবরে সুনিবিড় হাউজিংয়ের একটি বাসা থেকে গত মঙ্গলবার মিতু (১০) ও বাপ্পিকে (৫) অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মিতুর শরীরের ৯৮ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। বাপ্পি এখনো চিকিৎসাধীন।

এ ঘটনায় আদাবর থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ঘটনার রাতে ওই দুই শিশুর ভগ্নিপতি আলাউদ্দিনকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তিনি পুলিশের কাছে দুই শিশুকে হত্যার চেষ্টার কথা স্বীকার করেন।

মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন আসামিকে আদালতে হাজির করেন। এ সময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা লিপিবদ্ধ করার আবেদন করেন তিনি। ঢাকার মহানগর হাকিম মাহবুব আহমেদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করেন।

একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আলাউদ্দিন আদালতকে জানিয়েছেন, তিনি দুই বিয়ে করেছেন। আদাবরের সুনিবির হাউজিংয়ের পাশাপাশি দুটি বাসায় দুই বউ থাকেন। মিতু ও বাপ্পি তাঁর দ্বিতীয় স্ত্রীর ভাই ও বোন। দ্বিতীয় স্ত্রী যে বাসায় থাকেন সেই বাসায় তাঁর ভাই, বোন ও মা থাকেন।

আলাউদ্দিন আদালতকে আরও বলেন, সম্প্রতি তাঁর সন্দেহ হচ্ছে দ্বিতীয় স্ত্রীর পরকীয়ায় জড়িত। এ নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। এমনকি দ্বিতীয় স্ত্রীকে আলাউদ্দিন মারধর করতেন। এ সময় ছোট দুই ভাই বোন আলাউদ্দিনকে বিভিন্ন গালাগালি করতেন। আলাউদ্দিনের রাগ হয়। তিনি দুজনকে পুড়িয়ে মারার পরিকল্পনা করেন। গত মঙ্গলবার দুই শিশুকে চকলেটের লোভ দেখিয়ে আলাউদ্দিন তাঁর বড় বউয়ের বাসায় নিয়ে আসেন। একপর্যায়ে তাদের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দরজা বন্ধ করে পালিয়ে যান।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ