হোম > সারা দেশ > ঢাকা

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক: গুলশান থানার সাবেক ওসি রফিকুল ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে ২০১৩ সালে বালুর ট্রাক রেখে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় করা মামলায় রাজধানীর গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

বিকেলে রফিকুল ইসলামকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রায়হানুল ইসলাম সৈকত তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রফিকুল ইসলামের পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

রফিকুল ইসলাম বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগে কর্মরত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে গতকাল বৃহস্পতিবার রফিকুল ইসলামকে আটক করে পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে ২০১৩ সালে বালু ও ময়লার ট্রাক দিয়ে অবরুদ্ধ করার ঘটনায় গত ৪ অক্টোবর কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মো. শরীফুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন। 

মামলার এজাহারে বলা হয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না করে ২০১৪ সালে দলীয় সরকারের অধীনে নির্বাচনের প্রস্তুতি নেয়। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির পক্ষ থেকে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি দেওয়া হয়। কর্মসূচিতে যেন খালেদা জিয়া যেতে না পারেন সে জন্য তার বাসার সামনে বালু ও ময়লার ট্রাক দিয়ে আটকে দেওয়া হয়। 

এ সময় বিএনপির নেতা কর্মীরা প্রতিবাদ করলে তাদের ওপর নিষিদ্ধ পিপার স্প্রে নিক্ষেপ ও  লাঠিপেটা করা হয়। 

রিমান্ড আবেদনে বলা হয়েছে, কি কারণে বালুর ও ময়লার ট্রাক রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল তার রহস্য উদ্‌ঘাটনের জন্য ও এ ঘটনার নির্দেশ দাতাদের শনাক্ত করতে গুলশান থানার তৎকালীন ওসি রফিকুল ইসলামকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন