হোম > সারা দেশ > টাঙ্গাইল

মাকে হত্যার ২৭ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত ছেলে গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় তমিরননেছা নামের এক নারীকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাঁর ছেলে বাদশা মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছেন র‍্যাব সদস্যরা। আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। 

গতকাল শনিবার রাতে ঢাকা জেলার আশুলিয়ার কান্দাইল এলাকা থেকে বাদশাকে গ্রেপ্তার করা হয়। তিনি কালিহাতী উপজেলার পাইকরা ইউনিয়নের কালোহা গ্রামের হাসমত আলীর ছেলে। তিনি নাম পরিবর্তন করে আলী আকবর পরিচয়ে ঢাকা মহানগরের বাড্ডা এবং পরে আশুলিয়ায় আত্মগোপন করেছিলেন। 

র‍্যাব জানায়, বাদশা মিয়ার সঙ্গে তাঁর ছোট বোন কোহিনূর বেগমের পারিবারিক বিষয় নিয়ে বিরোধ ছিল। ১৯৯৬ সালের সেপ্টেম্বরে বোনের সঙ্গে বাদশার ঝগড়া হয়। এ সময় থামাতে গেলে তাঁদের মা তমিরনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন বাদশা। ওই ঘটনার মামলায় ২০০৪ সালের ১৮ ফেব্রুয়ারি বাদশা মিয়ার অনুপস্থিতিতেই টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত বাদশাকে মৃত্যুদণ্ডের রায় দেন। র‍্যাব গ্রেপ্তার বাদশা মিয়াকে কালিহাতী থানায় হস্তান্তর করেছে। 

কালিহাতী থানার পরিদর্শক শেখ মঞ্জুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, বাদশা মিয়াকে আদালতে পাঠানো হয়েছিল। নথিপত্রের স্বল্পতার কারণে আদালত তাঁকে মামলাসংশ্লিষ্ট নথিপত্রসহ পরবর্তী কার্যদিবসে হাজির করার নির্দেশ দিয়েছেন।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি