হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক মারা গেছেন। তাঁর বয়স হবে আনুমানিক ২৫ বছর। আজ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

তাঁকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সেলিম জানান, রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়িসংলগ্ন রেললাইনের ওপর বসে ছিলেন ওই যুবক। এমন সময় কমলাপুরগামী একটি ট্রেন তাঁর ওপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর দুই পা। 

তিনি আরও জানান, দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে এসে ভর্তি করানো হয়। আশপাশের কেউ তাঁর নাম পরিচয় জানাতে পারেননি। 

চিকিৎসকের বরাত দিয়ে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, রাতে দুই পা বিচ্ছিন্ন অবস্থায় পথচারীরা ওই যুবককে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ভোরে ওই যুবক মারা যান। তাঁর নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ