হোম > সারা দেশ > ঢাকা

সাংসদ হারুনের শাস্তি দাবি হিন্দু ছাত্র–যুবজোটের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: জাতীয় সংসদে বিএনপির সাংসদ হারুন অর রশিদ কর্তৃক বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে লাইসেন্সধারী মদখোর আখ্যা দিয়ে সাম্প্রদায়িক কটূক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোট। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনটির যুব মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে বলেন, সংসদের মতো একটি পবিত্র স্থানে বিএনপি সাংসদ হারুন-অর-রশিদে মদ খাওয়া নিয়ে হিন্দু সম্প্রদায় কে টেনে এনে যে বক্তব্য দিয়েছে সেটা লজ্জাজনক, সাম্প্রদায়িক সম্প্রীতি বিরোধী। হিন্দু ধর্মের কোথায় মদ খাওয়াকে বৈধতা দেওয়া হয়েছে তা জানাতে বলেন তিনি।

হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজিব বৈদ্য বলেন, বিএনপির সাংসদ হারুন অর রশিদ দেশ কে সাম্প্রদায়িক অস্থিরতা বানানোর অপচেষ্টাই এই বিতর্কিত বক্তব্য দিয়েছেন।

হিন্দু ছাত্র মহাজোটের সাংগঠনিক সম্পাদক মাধব দাস বলেন, সাংসদ হারুন সাহেব মদ খাওয়া নিয়ে হিন্দু ধর্মকে যে ভাবে টেনে এনেছেন তা অত্যন্ত দুঃখজনক, ওনার হিন্দু ধর্ম সম্পর্কে কোনো ধারণাই নাই, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উদাহরণ দিয়ে পুরো সম্প্রদায় কে বিচার করা যায় না।

যুব মহাজোটের প্রচার সম্পাদক বিপিন মণ্ডল বলেন, সাংসদের এই বিতর্কিত বক্তব্য ২ কোটি হিন্দু সম্প্রদায় কে ব্যথিত করেছে অনতিবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে।

সংসদে দাঁড়িয়ে বিএনপি সাংসদ হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা না চাইলে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোট।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক