হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর লালবাগ সেকশন বটতলা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে সিরাজ (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

মৃতের শ্বশুর মো. ইকবাল হোসেন জানান, তাঁদের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার চরপাতা গ্রামে। সিরাজের বাবার নাস বাচ্চু হাওলাদার। বর্তমানে থাকত কামরাঙ্গীরচরে। এবং রড মিস্ত্রির কাজ করত সে। 

ইকবাল হোসেন আরও জানান, জানতে পেরেছি, লালবাগ সেকশনে দশতলা ভবনে কাজ করার সময় ৬ তলা থেকে ৪ তলায় পরে যায়। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। 

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির বলেন, আজ শুক্রবার বিকেলে বটতলা এলাকার একটি নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদে কাজ করছিল সিরাজ। সেখান থেকে ৪ চার তলায় পড়ে গুরুতর আহত হয়। পরে সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট