হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাড়ির ৩ কিমি দূরে মিলল নারীর ঝুলন্ত লাশ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে আমিনা বেগম (৪২) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আমিনার বাড়ি পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার বর্গা গ্রামে। তিনি ওই এলাকার আব্দুল লতিফ মিয়ার স্ত্রী। আজ সোমবার সকালে নিজের বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সখীপুর উপজেলার চকপাড়া গ্রামে একটি সড়কের পাশে ঝুলন্ত অবস্থায় আমিনার লাশ পাওয়া যায়। দুপুর ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করেছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আমিনা বেগমের দেবর (স্বামীর ছোট ভাই) আব্দুল হাই বলেন, ‘আমার বড় ভাইয়ের বউ প্রায় ৬ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। ভাই-ভাবির সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে। গতকাল (রোববার) বিকেল থেকে তাঁকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। গভীর রাত পর্যন্ত তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ সোমবার সকালে খবর পেয়ে ছুটে এসে দেখি ভাবির লাশ।’

ওসি আবুল কালাম বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষ করে লাশটি ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল মর্গে পাঠানো হবে।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক