হোম > সারা দেশ > ঢাকা

কঠোর লকডাউনে বনানীতে দুই কিলোমিটারজুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কঠোর লকডাউনের পঞ্চম দিন রাজধানীর বনানীতে অন্তত দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে এমনটি দেখা গেছে। বনানীতে গিয়ে দেখা যায়, এয়ারপোর্টের দিক থেকে যেসব গাড়ি মহাখালীর দিকে যাচ্ছিল, চেকপোস্টের আগে সবগুলোকে আলাদা লেন করে থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করা হয়।

শুধু অ্যাম্বুলেন্সের চালকদের জিজ্ঞাসাবাদ না করেই ছেড়ে দিতে দেখা যায়। তবে অন্য গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সগুলোও নির্ধারিত লেন দিয়ে চেকপোস্ট পার হতে হয়। প্রতিটি গাড়ি থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরোহীদের পরিচয়পত্র যাচাই করা হয়। ফলে নৌবাহিনীর প্রধান কার্যালয়ের পর থেকে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে বনানীর এই যানজটে আটকা পড়েন আমিনুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের দ্রুত হাসপাতালে যাওয়ার প্রয়োজন থাকলেও এখানে ২৫ মিনিট ধরে আটকা আছি। পুরো রাস্তা ব্লক হয়ে যাওয়ায় কোনোভাবেই সামনে আগানো যাচ্ছে না।’

কঠোর লকডাউনের মধ্যে সড়ক একেবারেই ফাঁকা থাকায় হাতে কম সময় নিয়ে মতিঝিলে যেতে মানিকদী বাজার এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কর্মকর্তা শরিফুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বনানীতে এসে আটকে গেলাম। এখন অফিসে যেতে দেরি হয়ে যাবে। কঠোর লকডাউনের মধ্যেও এমন জ্যাম শুধু ঢাকাতেই দেখা সম্ভব।’

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বৃহস্পতিবার থেকে সারা দেশে সাত দিনের কঠোর লকডাউন চলছে। এই সময় সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টরা পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে পারছেন। এবারের লকডাউন কার্যকরে পুলিশের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনী মাঠে রয়েছে।

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল