হোম > সারা দেশ > ঢাকা

তাঁর সঙ্গে তো গণতন্ত্রের ভাষায় কথা বলা যাবে না: গয়েশ্বর চন্দ্র

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রধানমন্ত্রী সমালোচনা করে গণতন্ত্র উদ্ধারের জন্য বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

আজ মঙ্গলবার দুপুরে ধামরাই উপজেলার শরীফবাগ এলাকার শরীফুন নেছা মহিলা দাখিল মাদ্রাসার মাঠে বিএনপির এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর এসব কথা বলেন। 

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘গণতন্ত্র খায় না মাথায় দেয় এটা প্রধানমন্ত্রী কিছুই বোঝে না। যে গণতন্ত্র মানে না, যে গণতন্ত্রের ভাষা বুঝে না। তার সাথে তো গণতন্ত্রের ভাষায় কথা বলা যাবে না।’ 

প্রধানমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে গয়েশ্বর বলেন, ‘কথায় কথায় যিনি মানুষ মারতে অভ্যস্ত, মানুষকে গুম করে ফেলতে অভ্যস্ত, যিনি অন্যের সমালোচনা শুনতে অভ্যস্ত না। তাঁকে আর যাই বলা হোক, গণতান্ত্রিক রাজত্বের একজন স্বাভাবিক মানুষ বলা যায় না। গণতন্ত্র মানেই তো বহু মত, বহু পথ। গণতন্ত্র মানেই তো সমালোচনা থাকবে। অন্যের মত তিনি গ্রহণ না করুন, কিন্তু মানুষের মত প্রকাশের স্বাধীনতা তো দেবেন? দেশে গণতন্ত্র নেই। এই গণতন্ত্র উদ্ধারের ক্ষেত্রে রাজপথের বিকল্প নাই।’ 

বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ধামরাই থানা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিনের সভাপতিত্বে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ ও ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আসফাক। 

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের জেল, জুলুমের শিকার হচ্ছে বিএনপির নেতাকর্মীরা। মিথ্যা মামলা হামলায় জেল খাটছেন। বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে হতাশ হয়ে পড়েছে বাংলার মানুষ। আন্দোলন হবে জনগণের ভোটের আন্দোলন, খালেদা জিয়াকে মুক্তির আন্দোলন। 

এ সময় বিশেষ অতিথি ছিলেন জাতীয় কার্যনির্বাহী কমিটির (ঢাকা বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ ও বেনজীর আহম্মেদ টিটু, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন বাবুল, বিএনপির নির্বাহী কমিটির আহ্বায়ক সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলামসহ পৌরসভা ও ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী। 

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ