হোম > সারা দেশ > ঢাকা

তিন হাজার ইয়াবাসহ লবণ ব্যবসায়ী গ্রেপ্তার  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ইয়াবাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতদের নাম মো. ফয়েজ আলম (৩৯)। তাঁর বাড়ি কক্সবাজার জেলায়। তিনি পেশায় লবণ ব্যবসায়ী। গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। 

ওসি জানান, গ্রেপ্তার ফয়েজ যাত্রীর ছদ্মবেশে ছাউনি কিংবা গাড়িতে থাকে, এরপর কৌশলে ইয়াবা বিক্রি করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুর টেকনিক্যাল মোড় যাত্রীছাউনির সামনে মাদকসহ ফয়েজকে গ্রেপ্তার করা হয়। তখন তাঁর দেহ তল্লাশি করে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে, সাভারে তাঁর বাসায় তল্লাশি চালিয়ে আরও দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

ওসি মহসীন আরও বলেন, ফয়েজ মূলত লবণ ব্যবসায়ী। এলাকায় সবাই তাঁকে লবণ ব্যবসায়ী হিসেবেই চেনে। কিন্তু আড়ালে তিনি ইয়াবা বিক্রি করেন। কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন। তিনি যাত্রীছাউনি কিংবা গণপরিবহনে অপেক্ষায় থাকেন, সেখানেই মাদকসেবী দেখলে তাঁদের ইয়াবা বিক্রির প্রস্তাব দেন। গতকাল রাতে গ্রেপ্তারের সময়ও যাত্রীছাউনিতে ক্রেতার অপেক্ষায় ছিলেন ফয়েজ। তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস